| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Akm Khokon
অপ্রাপ্তিতেই পূর্ণতা পাক বিষম জ্বালা। বরং দূরেই থাকি, নীরবে দেখি লুকোনোই থাক ভালবাসা।
তোমাকে চাই
-আহমেদ খোকন
তোমাকে চাই কুয়াশার
চাদরে মোড়ানো ঘাসে,
তোমাকে চাই দুপুরের
ক্লান্ত গাঙচিল বেশে।
তোমাকে চাই বিকেলের
গুধূলী প্রাতে,
তোমাকে চাই নিশ্চুপ
জোৎস্না রাতে।
তোমাকে চাই বৃষ্টির
প্রতিটি ফোটাতে,
তোমাকে চাই আড়ালে লুকানো
রোদের আদরে।
তোমাকে চাই পড়ন্ত বিকেলের
রক্তিম আকাশে,
তোমাকে চাই আমার
চলার পথের শেষে।
তোমাকে চাই বাস্তবিক
সুখে আর দুখে,
তোমাকে চাই আমার
শুরু থেকে অনন্তে।
২|
০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:২১
Akm Khokon বলেছেন: ধন্যবাদ প্রিয়
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল হয়েছে কবিতাখানি।