![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহ কবি রজনীকান্ত সেন'এর গান !!!
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।।
তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্,
মোর মোহ-কালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।
লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন্ অকুল-গরল-পাথারে!
প্রভু, বিশ্ব-বিপদহন্তা,
তুমি দাঁড়াও,
রুধিয়া পন্থা;
তব, শ্রীচরণ তলে নিয়ে এস, মোর মত্ত-বাসনা গুছায়ে!
মলিন মর্ম মুছায়ে ।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।
আছ, অনল-অনিলে, চিরনভোনীলে, ভূধরসলিলে, গহনে;
আছ, বিটপীলতায়, জলদের গায়, শশীতারকায় তপনে।
আমি, নয়নে বসন বাঁধিয়া,
ব’সে, আঁধারে মরিগো কাঁদিয়া;
আমি, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু,
দাও হে দেখায়ে বুঝায়ে।
মলিন মর্ম মুছায়ে।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।
তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্,
মোর মোহ-কালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ।
২| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর গান।
৩| ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৮
ইসিয়াক বলেছেন: অবশেষে আপনি লিখলেন। পোস্টে ভালো লাগা।
শুভকামনা।
৪| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার। দারুণ ভালো লাগলো।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:১৭
ডঃ এম এ আলী বলেছেন:
কান্তকবি' রজনীকান্ত সেন: বাংলা গানের এক ক্ষণজন্মা দিকপালকে সুন্দর একটি পোষ্ট দিয়েছেন ।
স্বমহিমাতেই তিনি চির ভাস্বর, বাংলা সাহিত্য ও সঙ্গীতের আকাশের অন্যতম নক্ষত্র ।
অসাধারণ সব প্রার্থনাসঙ্গীত রচনা করেছেন তিনি ।
প্রার্থনাসঙ্গীত হিসেবে
তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে;
তব পূণ্য-কিরণ দিয়ে যাক, মোর মোহ কালিমা ঘুচায়ে৷
হয়েছে কালজয়ী একটি গান ।
শুভেচ্ছা রইল
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১১
জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর!
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৯
চাঁদগাজী বলেছেন:
মা-কালী কি কি করেছেন আমি জানি না; তবে, সন্তানেরা অনেক কিছু চেয়ে চলেছেন যুগে যুগে।