নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
============================
এই ধরণীর কুল জুড়ে কেমন জানি কেনো
কোন অপরাধ চোখের কোণে রক্তঝর্ণা
প্রবাহমান- তারপরও বুকের সীমানায়
দাবানল জ্বলছে- এমনকি ভাবনার সুখপাড়ায়-
শৈত্য প্রবাহ কপন ঘুমহীন রাত; মাঝে
মাঝে ঐ ঝিরিঝিরি বাতাস নীবরবে বায়ু সয়
আর সরিষা ক্ষেতের রঙ বেশ দুলছে সারা মাঠ!
তবুও সে জানি না কিসের অপরাধের নব বাসর;
কাটাতে হচ্ছে- এভাবে রক্ত ক্ষরণ সইতে হবে-
তারমানে হিংসার অপকটে ওদের অপরাধ-
তারপরও কোন আফসোস নেই- খুঁজছে যেনো
মৃত্যুতেই সমাধান; অপরাধ তুমি, ক্ষমার মহত্ব
সরিষা ফুল হলে না- না হলে অমরত্ব সুধা,
তাও পেলা না- বল! কেমন কোন অপরাধ।
০৮ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ২৩ ডিসেম্বর ১৯
-------------------------------------------------
২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি হক দা- হতে পারে
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন-------
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা-
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭
শিখা রহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে।
আপনি মনে হয় "সারা" মাঠ বলতে চেয়েছেন, তাই কি?
শুভকামনা কবি।
কবিতার সাথে পথচলা শুভ হোক।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ সকাল জ্বি সারা মাঠ
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন--------
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
প্রতি মন্তব্যে আপনি "শুভরাত্রি বন্ধু" বলতে ভুলে যাচ্ছেন?
২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি শুভ সকাল দাদা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন--------
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: মনে হয় আরও কিছু কথা রয়ে গেছে!