নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

মেঘ হবো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫০




====================
আমি মেঘ হয়ে যাচ্ছি-
কিছু বর্ণমালার রঙধনু হবো বলে!
আমি তারা ছুঁইতে চাই-
শুধু একুশ আছে বলে; আমি বৃষ্টি ঝরাতে
হতে চাই না- কারণ ভয়ঙ্কর
কালবৈশাখির মেঘ হতে হবে বলে-
আমি মেঘ হয়ে যাচ্ছি।

আমার বর্ণগুলো এক একটা ফুল
অসীম পবিত্র এবং সু-গন্ধীময়!
তবুও অবুঝ শিশুরা বুঝে না- এ ক্লান্তিময়;
শুনে রাখো- শুনে রাখো- সালাম,
রফিক, জ্বাবার আরও নামনা জানা কত
শহীদ আছে- এ বর্ণ বাংলার বুকে
তাজা গন্ধফুল হয়ে!
আমি মেঘ হয়ে যাচ্ছি।

দেখবো শুধু মেঘ হয়ে- তোমাদের শ্রদ্ধাসুল
আমি বর্ণ হয়ে হাসব- ঐ ঘাসফড়িং দের
সাথে দোলাদুল- তবুও শ্রদ্ধাটুকু হারাও না-
কোন অবর্ণের কুল; মেঘ হবো- এতো আমার পণ-
আমি মেঘ হয়ে যাচ্ছি।


২১ মাঘ ১৪২৬, ০৪ ফেব্রুয়ারি ২০
---------------------------------------

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: "আমি মেঘ হয়ে যাচ্ছি,
কিছু বর্ণমালা রংধুনু হবে বলে।"

অসাধারণ পঙক্তি। ভালো লাগলো। খুব ভালো লাগলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সাকিব দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন-----

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: কবিতা তো আসলে আবেগের খেলা।
সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল ও সুস্থ থাকবেন-----

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৮

নেওয়াজ আলি বলেছেন: অনন্যসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নে আলি দা
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল ও সুস্থ থাকবেন-----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.