নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
====================
একটা টুনটুনি বাসা বাঁধতে চায়
কি সুন্দর তোমার তালপাতার গায়
বুক শূন্যতা যাক ভরে সাদা মেঘে
শুধু গান শুনে যাও আনন্দে মায়ায়;
ভেসে আসা সৌরভী ঘ্রাণ- ছুঁয়ে প্রাণ
তোমার তালপাতার গায়ে যে অম্লান;
রাতদুপুর ঘুরাঘুরি টুনটুনি বাজায় বাঁশি
তুমি নাকি বেঁদের মেয়ে জোছনা বলে আশি!
এ দেখি প্রতিবাদী খুদিরামের হলো ফাঁসি!
কোনদিখে যাব তবুও তালপাখার বাতাস
চায়- ভেসে আসুক সৌরভী ঘ্রাণ- ছুঁয়ে প্রাণ
আর কিছুদিন বেঁচে থাকুক টুনটুনি কণ্ঠ গান।
১৪ ভাদ্র ১৪২৬, ২৯ আগস্ট ২০
————————————
২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: তাই আসলে আমার লেখা একটু ভাবনাপূর্ণ লেখি বাউলাপনা থাকে
অশেষ ধন্যবাদ জানাই কবি দা
২| ২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৯
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো ।
২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই কবি দা
৩| ২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: অতি চমৎকার, অতি মনোরম।
২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই রাজীব দা
৪| ৩০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০১
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: দ্বিতীয় ষষ্ঠকের প্রথম তিন লাইন পড়ে আক্কেলগুড়ুম অবস্থা!
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১৪
নেয়ামুল নাহিদ বলেছেন: আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে কবিতাটা।