নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
==========================
রোজ রোজ লেবু রসে চা খেতে খেতে
গলার ভিতের ঘাগর পরেছে- কোন মিষ্টি
গন্ধ স্বাদ কপাল থেকে চিরতরে মুছে গেছে!
ভাগ্যের ওজুহাতে আর কোখন ফিরে আসবে না;
না আসুক! একটু ভেবো না যমুনার সমস্ত জল
শুকে যাচ্ছে- জল দেই- জল দেই এত বলি-
তবুও জাগতে চায় বালুচর অথচ নদ বুকে থৈই
থৈই জল টলমল করেছে, বুঝেই না;
কি ছাই স্বপ্নটপ্নো দেখে দেখে রাত পোহাই;
অতঃপর এ জগত জুড়ে যত পারো লেবু রস দেও
এক গলা পর্যন্ত শুধু নাকে ডুবে এক পিয়ালা চা খাই-
খেতে খেতে দেশ জুড়ে মাতাই তুমিও খাও চা নাও।
২৬ ভাদ্র ১৪২৬, ১০ সেপ্টেম্বর ২০
------------------------------------
১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: একটু উপমায় চেষ্টা করেছি খান দা
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২১
নেয়ামুল নাহিদ বলেছেন: ভালো লেখা।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: ধন্যবাদ নাহিদ দা
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫০
নেওয়াজ আলি বলেছেন:
অসামান্য লেখনী ।
১২ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০১
আলমগীর সরকার লিটন বলেছেন: ধন্যবাদ জানাই নেওয়াজ আলি দা
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: আমি শুধু মাত্র চা আর সিগারেট নিয়েই বিলাসিতা করি।
১২ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০২
আলমগীর সরকার লিটন বলেছেন: ধন্যবাদ জানাই তাই করা উচিত
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বানান ভুল, আর এত খাপছাড়া লেখা বুঝি না। সমস্তটা পড়ে কষ্ট করে বুঝে নিতে হয়
১২ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০১
আলমগীর সরকার লিটন বলেছেন: আহা রে ছবি আপু এত কষ্ট করেন আসলেই লজ্জিত
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৯
রোকনুজ্জামান খান বলেছেন: চা নিয়ে সুন্দর একটি কবিতা। ভালো লাগা রইলো।