নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
সামলাতে পারছি না সময়ের গতি কেমন গতি!
রবি শশী যেখানে অবস্থা ঘুরেফিরে একই স্থান;
কিছু তারার আস্ফালন দেখি মিটি মিটি-
তাও সময়ের গতি বহুগুণ নির্মূল দেয়াল
অথচ ভাবতে পারি না চলমান গতির আবেগ সমিতি!
এই দেখি কি মাটির মায়া শুকনো পাতার লাশ-
আর সবুজ ঘাসের বিছানা- ঐ এক ঘ্রাণ কাছে
ডেকে যায়- তবুও স্থির নয় সমযের গতি কেমন গতি।
শত জনমের প্রণয় মাঝে মাঝে আকাশ গড়ে বৃষ্টি
পুড়া দেহ বজ্রপাত ডাবগাছগুলো তেমনা দাঁড়িয়ে
সুপারিগাছ দোলছে ঠিক আগের গতিতেই শুধু
পান খাওনার থু থুটা ফেলার সময়ের গতি নেই- কেমন গতি
উড়া সাদা মেঘের দল ছুটছে গতি সীমানা জানা নেই;
তবুও মিছিল স্লোগানের আওয়াজ নেই থমকে
দাঁড়িয়েছে সময় জানাযায় মানুষ নেই শুধু ঘাসফড়িং
এর দল- অতঃপর হারায় না মাটির বন্দর সময়ের গতি কেমন গতি ।
১৮ কার্তিক ১৪২৬, ০৩ নভেম্বর ২০
—————————————–
০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: হুট করে লেখেছি রাজীব দা
২| ০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: সাইন্সফিকশানধর্মী কবিতা!
ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবি বরক দা অনেক অনুপ্রাণিত হইলাম
৩| ০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:৪১
পদাতিক চৌধুরি বলেছেন:
কবিতা ভালো লেগেছে।
পোস্টে লাইক।
শুভেচ্ছা নিয়েন।
০৩ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
৪| ০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:১২
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য লিখনশৈলী
০৩ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নেওয়াজ আলি দা অনুপ্রাণিত
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: বেশ একখানা কবিতা লিখেছেন।