নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

ধোঁয়ার মাঠ ফর্সা হবে

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৯







একটা স্মৃতির প্রসাদ নেই-
সেখানে সাজানো ছিল প্রণয়!
অথচ খরগোশ, কচ্ছপের দৌড় গল্প,
নিঃশেষ হয়েছে- সরকার বাড়ি
ধূলিমাখা রাস্তার মোড়; তবুও বেঁচে
থাকার নিঃশ্বাস আকাশ ভাড়ি-
এতটুকু বাতাসের গন্ধ নেই।

কল্পনার কষ্টগুলো লজ্জাহীন
তবুও মেঘ বৃষ্টির অবকাশ চায় বেশ-
অথচ হিংসার উঠান- সরিষা ফুলের ঘ্রাণ,
শালিকের নাচ অম্লান হয়েছে- প্রতিটি
চোখের ভাজে- তাতে কি একদিন ধোঁয়ার
মাঠ ফর্সা হবে, কৃষ্ণচূড়ার গন্ধে-
বর্ষ বরণ, এমন কি মুখরিত সেই পণে।

১১ মাঘ ১৪২৬, ২৫ জানুয়ারি ২১
-----------------------------------

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪০

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: “কল্পনার কষ্টগুলো লজ্জাহীন”
কী দারুণ কথা বলেছেন কবি...

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ কবি শাওন দা

২| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, সুন্দর কবিতা। "শাকিলের " এটা কি শালিকের হবে?
প্রথম আর ষষ্ঠ লাইনে একটা টাইপো আছে।

২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সংশোধন করেছি অনেক অনেক ধন্যবাদ জানাই

৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩৫

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই কবি রাজীব দা

৪| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: “কল্পনার কষ্টগুলো লজ্জাহীন” - কথাটা ভাল বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.