নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

লাল ধূপ

২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪১







এ রকম কি আছি- বলতে পারো মরে গেলেও
কেউ খুঁজ নেয় না- এর নাম পরস্পর সম্পর্ক!
ভীতরে অনেক কিছু আছে- বাহিরে স্বার্থ
ছাড়া আর কিছু হয়! হয় না- তবুও ফিরে আসি
গাঁই বাংলার মেঠো পথের অবল তাবল গান;
বলতে পারো এমন কেউ ঝাউতলার তুলসী স্নান।

ষড়যন্ত্র সজল চোখ আর মনের আচার আচারণ
দেখে বিদ্বেষ মনোভাব সৃষ্টি করে দেয় ভয়ঙ্কর ছায়া পথ-
অথচ সহজ সরল মনে ক্ষুধা মন্ধ- চলে ক্ষীণ রথ;
এটাই সত্য কেউ খবর রাখে- কেউ রাখে না-
তাতে কি ? জানাটা থেকেই গেলো অজানা রূপ-
এভাবে হয় বুঝি সম্পর্কের ক্ষত লাল জ্বলন্ত একটা লাল ধূপ।

১২ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২১
------------------------------------

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১

খায়রুল আহসান বলেছেন: ধূপ আপনাকে জ্বালিয়ে, নিঃশেষ হয়ে অপরকে সুবাসিত সুগন্ধি বিলায়।
('ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে': রবীন্দ্রনাথ ঠাকুর)

২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবি খায়রুল দা সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন

২| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: প্রতিদিন একটি করে কবিতা লিখছেন। গ্রেট।

২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবি রাজীব দা সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.