নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
ফর্সা গাঁয় রোদ্দুর পেরিয়ে ক্লান্ত মাঠ
আইলপাথার জুড়ে সরিষা ফুল ফুটেছিল;
গন্ধ ভারি এতটুকু বুঝা বড় ভারছিল-
তিতো ঠোঁটে ঘৃণার সুর ঠিকই বুঝতে দেরি ছিল!
তাতে কি? রাস্তা মোড়ে চাঁদটা জ্বলছিল-অমাবস্যার
রাত পেরিয়ে জোনাকি চোখ মিটি মিটি করছিল!
হঠাৎ মঠাত ভোরনিশি পাপড়িগুলো ছড়ানো
ছিটান মাটির কাথা প্রণয়ের রঙিন ভাবছিল-
যখন সবই ছিল তখন আকাশ কেনো মেঘলাছিল
বৃষ্টি বাদল গড়ছিল শোকাবহ রাস্তার বাঁক পরছিল-
প্রশ্ন অন্তমালা সমুদ্র ঢেউ কিনচিত উঠছিল
অতঃপর সোনালি রোদ্দুর এতটাই ভারছিল।
২৫ মাঘ ১৪২৬, ০৮ ফেব্রুয়ারি ২১
------------------------------------
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৭
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই শাওন দা
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: মঠাত শব্দের অর্থ কি ?
কবিতায় গ্রাম বাংলা ফুটে উঠেছে সুন্দর করে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০১
আলমগীর সরকার লিটন বলেছেন: রই রাকি হঠাৎ মঠাত মিল রেখে করা মাইদুল দা
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২১
কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর লিখেছো কবি। গ্রামের চিত্রটি মনোরম করে কবিতায় তুলে এনেছো। শুভ কামনা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি প্রিয় কবি কবীর দা চেষ্টা করেছি মাত্র ভাল থাকবেন
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১০
এম ডি মুসা বলেছেন: সবসময় কি গদ্য কবিতা লেখেন??
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি গদ্য কবিতা লেখার চেষ্টা কবি মুসা দা
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: অতি চমৎকার।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ রাজীব দা
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৭
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: চোখে ভেসে উঠলো এক চিরচেনা গ্রামের ছবি...