নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কত অপেক্ষায় ছিলাম
পড়ন্ত বিকেল এসে ছুঁয়ে যেতো বৃষ্টি ঘাম
আর কিছু সুখের সুবাস ঘ্রাণ!
উড়ে যেতো রাতমাখা ছোট ছোট যত স্বপ্ন;
অথচ এখন পড়ন্ত বিকেল
কাছে আসে না ক্লান্তি দূর বহুদূর অপেক্ষা
দুরন্তপনা ভাবায় না দীর্ঘশ্বাস
টানে রোদহীন, ছায়াহীন পড়ন্ত বিকেল
চোখের নীরবতার ঘুম ধরে না-
স্মৃতির মেঘে ভাসায় কোন এক পড়ন্ত বিকেল
হৈ হুল্লোড় কেটে গেছে কানিমাছি-
জল সাঁতারে চঞ্চল ক্ষণ সেও পড়ন্ত বিকেল
আর ফিরে আসে না আসবে কি?
নতুন রূপে ঠোট ভরা প্রণয় নিয়ে পড়ন্ত বিকেল।
২২ ফাল্গুন ১৪২৬, ০৭ মার্চ ২১
---------------------------------
২| ০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০৭
মেহেদি_হাসান. বলেছেন: সুন্দর কবিতা
৩| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।