নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
শ্রমের ঘাম শুঁকিয়ে যাচ্ছে- যাচ্ছে-
বলো দেখি- ঘামের মূল্য কোথায়?
এ কেমন গান শুনা যাচ্ছে- হিজিবিজি
মে আসে- মে যায়- এই তো রীতিনীতি;
এই শ্রমের ঘাম শুধু মৃত্যুই আমি।
বলো দেখি- আর কত মান চাই
বস্তু নিষ্ঠু ঘাম চাই- শ্রমিক তো সবাই- অথচ
বাস্তবতার মূল্য নাই- বিধাতায় জেনে
কোথায় বিধাতা? শ্রমের ঘ্রাণ শুঙ্গে তিনি!
বলো দেখি- পুরুষ্কার করবেন যিনি-
এই শ্রমের ঘাম শুধু মৃত্যুই আমি।
১৯ বৈশাখ ১৪২৭, ০১ মে ২১
---------------------------------
০৫ ই মে, ২০২১ সকাল ১০:০৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
২| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
০৫ ই মে, ২০২১ সকাল ১০:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা কেমন আছেন
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০২১ দুপুর ১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সভ্যতা গড়ে উঠেছে শ্রমিকের ঘাম আর রক্তের বিনিময়ে।
শুভেচ্ছা লিটন ভাই।