নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
সাইকেলের ব্রেকের মতো
তোমার ঠোঁটের ব্রেক নাই-
অবল তাবল ঘুর্ণিপাকের মতো
যা কিছু তাই বলছো-এবার একটু
ব্রেক মার সাইকেলের মতো।
আকাশের মতো রঙ বদলাছ!
ধর্মকর্ম বলে কিছুই মানছ না-
ব্রেকহীন গাড়ির মতোই চলছো-
একটু ব্রেক মার সাইকেলে মতো;
আর কতদিন এভাবে চলবে? পাপ যত,
মায়াহীন, ছায়াহীন শুধু অনুভূতি বাতাসের মতো!
ক্লীন্তহীন তাও বুঝ না মৃত্যুর মতো-
এবার একটু ব্রেকমার সাইকেলে মতো।
২৫ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৮ জুন ২১
--------------------------------
০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি খান দা অনেক অশেষ ধন্যবাদ জানাই
২| ০৮ ই জুন, ২০২১ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: বেশির বাগ সাইকেলের ব্রেকে সমস্যা থাকে।
০৮ ই জুন, ২০২১ দুপুর ২:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: হু ঠিক বলেছেন রাজীব দা অশেষ ধন্যবাদ জানাই
৩| ০৯ ই জুন, ২০২১ সকাল ১০:০৩
খায়রুল আহসান বলেছেন: কখন, কোথায়, কতটুকু ব্রেক মারতে হবে, এ আন্দাজ টা যার থাকে, সে ভাল চালক হয়।
০৯ ই জুন, ২০২১ সকাল ১০:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সঠিক বলেছেন অশেষ ধন্যবাদ খায়রুল দা
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২১ সকাল ১১:৩৩
রোকনুজ্জামান খান বলেছেন: ঠিক পরকালের কথা চিন্তা করে ব্রেক মারা প্রয়োজন।