| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

কলমের কালি আর চলে না
রঙ- ঢং- গন্ধ- স্বাদ নাকি নষ্ট
বর্ণকে আর সাজসজ্জা রূপে
সাজাতে পারছে না;
তবে কি দুর্বল হলো কলম?
না এমন ভাবনা ভাবছে না;
ভয় সংশয় হাত, পা, মন দেহ;
তাও কাপছে না-
ভুরি- ভুরি দেখছি সাদা কাজগ
লেখার জায়গাও অনেক-
কলম বজ্রপাত হয়ে দাঁড়িয়ে আছে শুধু শুধু-
অথচ মন বাসনা এখন ভিন্ন!
বেঁচে থাকতে হবে এতটুকু চিহ্ন।
১০আষাঢ় ১৪২৮, ২৪ জুন ২১
--------------------------------
২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি আপনার কথা শতমর্মে বুঝেছি
আপনার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----
২|
২৪ শে জুন, ২০২১ রাত ৯:১৯
কামাল১৮ বলেছেন: ভাবনাকে কবিতায় প্রকাশ করা এটা শুধু কবিরাই পারে।
২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কামাল দা সঠিক বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০২১ দুপুর ২:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
লেখালেখি কখনো অন্ন সংস্থান হতে পারে না। তবে লেখালেখি অন্ন সংস্থানের একটি মাধ্যম হতে পারে। আপনি কবি মানুষ আশা করি আমার লেখার অর্থ ধরতে পেরেছেন। কবিতা ভালো হয়েছে। +++