| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

অভিন্ন ভালবাসা গুলো নেকড়ের মতো
চলমান- কখনো হিংস্র- কখনো নীরবতা
আাকাশময় যেনো ঝাঁঝল পূর্ণিমার চাঁদ!
তবুও ভালবাসার সময় এখন অগুণতিক
অথচ কাঠ পোড়া মন বুঝলোই না;
বনও নেকড়ের মতো আচরণ করল
শোকাহত সময়ের উঠনেও ঘৃণা
এ এক অন্যজীবন তিক্তময় বিণা!
ফলে এক রক্ত নদ, রক্ত বালুচর সৃষ্টি হলো
অতঃপর নেকড়ে মন আজও রয়েই গেলো।
২৮ শ্রাবণ ১৪২৮, ১২ আগস্ট ২১
 
১২ ই আগস্ট, ২০২১  সকাল ১১:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি ছবি আপু আপনাকেউ শুককামনা ও অশেষ ধন্যবাদ জানাই
২| 
১৩ ই আগস্ট, ২০২১  রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
 
১৪ ই আগস্ট, ২০২১  সকাল ৯:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা কাব্যপাঠে সুন্দর মন্তব্যকরার জন্য অশেষ ধন্যবাদ জানাই
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০২১  সকাল ১১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা