নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

পাতাগুলো অম্লান

১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৬



উৎসর্গঃ প্রয়াত শ্রদ্ধাভাজন আরজু মুক্তা আপু

হারিয়ে যাচ্ছে অসংখ্য পাতা!
একদিন আমার পাতাও হারিয়ে যাবে
বুঝতে পারি না- জানতেও পারি না
কোন পাতার সুঘ্রাণ- বড় মধুময়;
অথচ কষ্ট হয় তখনী, যখনী শুনতে হয়
সে পাতা আর নেই- ঝরে গেছে
গভীর মাটির মমতায়- কোথায় হারালো
জানা হলো না শুধু অভিমানে চলে গেলো!
কোথায়? সবটুকু মমতার কায়া রেখে গেলো
জানা হলো না স্বপ্ন পুরনে কথার আনন্দ
অথচ বিশ্বাসটুকু যে ধর্ম, সেই ধর্মের আলোকে
প্রার্থনা জানাই প্রভু- এ পাতা- সব পাতা-
জান্নাত দান করো প্রভু! পাতাগুলো অম্লান।
২৮ভাদ্র ১৪২৮, ১২সেপ্টেম্বর ২১

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কবিতা খুঁজে অবশেষে পেলাম!

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা কষ্ট করে পাঠ করেন অসংখ্যা ধন্যবাদ জানাই

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভাবছি একদিন আমিও কবিতা লিখব।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: অবশ্য লেখবেন দাদা তবে আমার মতো করে না

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: কি করে যে লিখি? সামু যে আমাকে সেফ করে না। তারা তো আপনার কবিতা পছন্দ করে আমার কবিতা পছন্দ করে না। সেজন্য আপনার প্রতি আমার হিংসা হয়।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: না না দাদা এভাবে বলবেন না

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৩

শায়মা বলেছেন: আরজু আপা ভালো থাকুন ওপারে।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি আপু অশেষ ধন্যবাদ জানাই

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ও উনার শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা। ভাল থাকুন ওপারে আরজু মুক্তা আপু।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: জি সেলিম দা অশেষ ধন্যবাদ জানাই

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৫

ইসিয়াক বলেছেন: আরজু মুক্তা আপু খুব ভালো মানুষ ছিলেন। তিনি আমার লেখা পছন্দ করতেন। ওপারে ভালো থাকুন প্রিয় ব্লগার এই কামনা করি।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: জি ইসিয়াক দা ভাল আছেন ত
অশেষ ধন্যবাদ জানাই

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: আমি কিছুটা ব্যস্ত।
আরো মাস খানিক ব্যস্ত থাকবো। তার পর ব্যস্ততা কিছুটা কমবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ব্যস্ত থাক ভাল তবুও ব্যস্ত থাকেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.