নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

জল

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১২



দৃষ্টিগোচর কিছু চাওয়া পাওয়ার
জন্য উন্মাদ! বয়ে চলছে মহাসাগর;
দর্শণে ঝরবে ঝর্ণার আইল পাথর;
দৃষ্টি পলক তুমি স্থির হও! যেমনটি চাঁদ,
সূর্য, নীলাকাশ ঠিক ফাল্গুন বেলা-
হেমন্তের গল্প! তেমনী শীতল হাওয়া হোক
অম্লান- ক্ষীণ তৃপ্তির গভীরে আনন্দ মন
লজ্জাবতি নয় যেনো স্পর্শের আচড়;
তবুও ‍দৃষ্টি একটা পাকাপোক্ত ফলের বাগান
হাহাকার থাকা স্বাভাবিক! অতঃপর
আমি দিলাম মেঘ ছুঁয়ে কিংবা সমুদ্রের ঢেউ
গড়তে থাকুক দৃষ্টিগোচর জল আর জল।
০৭ আশ্বিন ১৪২৮, ২২ সেপ্টেম্বর ২১

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৮

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: আহা! কি জলীয় দ্রবীভূত কবিতা।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা চেষ্টা করেছি পাঠ করার জন্য ধন্যবাদ জানাই

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: পাকাপোক্ত হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: জি সংশোধন করেছি প্রিয় কবি দাদা

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ‘আহা! কি জলীয় দ্রবীভূত কবিতা’ আলবার্ট আইনেস্টাইনের মন্তব্যে হৃদয় ছুঁয়ে গেল!

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ছুঁয়ে যাবার জন্য অশেষ ধন্যবাদ জানাই

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৫

কামাল১৮ বলেছেন: আপনার কবিতা পড়লে শামসুল ইসলামে কবিতার কথা মনে পড়ে যায়।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: আচ্ছা কামাল১৮ দা স্যালুট জানাই

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: কোলকাতার লোকজন পানিকে জল বলে।
আমরা বাঙ্গালীরা জলকে পানি বলি।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা জল পানি হলো উপমা মাত্র
পাঠ করার জন্য ধন্যবাদ জানাই-----

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:৪১

কামাল১৮ বলেছেন: @রাজিব নুর,বাংলার হিন্দুরা জল বলে মুসলমানরা পানি বলে।হিন্দি ভাষী হিন্দু মুসলমান সবাই পানি বলে।অন্যান্যরা কি বলে জানি না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে কবিতার ভাষা অর্থ ভিন্ন শুধু মাত্র উপমা ব্যবহার করার জন্য জল বা পানি শব্দ বলা হয়
পাঠ করার জন্য ধন্যবাদ জানাই-----

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩১

জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই ভাল লিখেছেন। প্লাস।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.