নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
নদীর উপর দিয়ে রোজ হেঁটে গেছি
অগোচরে কখনো এ্যাপেল ভাবিনি-
কমলালেবু তো দূরের কথা; খানিকটা
চিরতা ভেবেছি- কিছুটা সময় ধরে,
তবে মগডালে চরার খুব ইচ্ছাছিল
কিন্তু পা পিচলে গেছি- কত শত বার
আইকা ওয়ালা বাঁশ দাঁড় করেছি অথচ
হাফ ইঞ্চি এগুতে পারিনি, কারণ অধৈর্য
তবুও জানি দুষ্টুমির পলকে পাপ হয়নি।
০১ কার্তিক ১৪২৮, ১৭অক্টোবর ২১
১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি অধীতি দা অশেষ ধন্যবাদ জানাই
২| ১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আইক্কাওয়ালা বাঁশেও চড়েছেন হাহাহা
১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: হু চড়তে হই আর কি ছবি আপু অশেষ ধন্যবাদ জানাই
৩| ১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:১২
কামাল১৮ বলেছেন: বাঁশ ছাড়াই উঠতে পাড়াতাম খেজুর গাছ, নারকেল গাছ,তালগাছ,সুপুরিগাছ এমন কি কলাগাছেও ।কিন্তু গাছে উঠার সাথে পাপ কিভাবে জড়িয়ে যায়।কবিরা যে কতো রকম করে ভাবতে পারে ভাবলেও অবাক লাগে।
১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: হু ঠিকই কইয়েছেন কামাল দা কবি রা না থাকলে এত ভাববার জায়গা হত না তাই একটু ভাবেন বাঁশ উপমায় হয়েছে যাক
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
৪| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: প্রিথিবীর আসল মজাই পাপে।
১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা অশেষ ধন্যবাদ জানাই
৫| ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জি রাজীব দা অশেষ ধন্যবাদ জানাই
শুধু ধন্যবাদ দিলে হবে?
প্রতিদিন কবিতা লিখেন অথচ আমাকে নিয়ে একটাও কবিতা লিখলেন না!!!!!
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৪
অধীতি বলেছেন: স্মৃতির শৈশব