নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

চাঁদ ভরা মুখ দেখি না

১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৫



চাঁদ ভরা মুখ ফাল্গুনের গাঁয়ে
অগুনতিক ভাবে দেখেছি- দেখেছি!
এখন আর দেখতে পাই না- কেমন জানি
মনে হয় লক্ষ কোটি বছর ধরে দেখি না;
আবার দেখতে চাই - মেঠো পথে হেঁটে হেঁটে-
সোনালি রৌদ্র শীতের বেশে! এক উষ্ণ ভরা
চঞ্চল তার লাজুক চোখে মুখে; জল শুকনো নদে
কথা ফুটেনি শাপলা ফুলে তবুও গোলাপের গন্ধ
চারপাশ ছিল শুধু অন্ধ অন্ধ- কেমন জানি মনে হয়
লক্ষ কোটি বছর ধরে দেখি না -ঝাঁঝাল পূর্ণিমা রাত
কেটে যায় ঘোর অমাবস্যা- শুধু এক বার নিভৃত চোখে
দেখবো বলে- মৃত্যু পর্যন্ত অপেক্ষার প্রহর গুণছি-
এ নিশ্বাস যায় আর আসে- ইট পাথরের শহর থেকে
এই তো কয়টা দিন হলো মনে হয়- লক্ষ কোটি বছর ধরে
দেখি না- ঐ চাঁদ ভরা মুখ দেখি না- দেখি না।

০১ অগ্রহায়ণ ১৪২৮, ১৬ নভেম্বর ২১

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৪

জুল ভার্ন বলেছেন: চাঁদ মুখের আশা ছাড়ুন, জীবন এখন কংকালসার!
কবিতা ভালো হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: জি জুল ভার্ন আশা ছেড়েছি তবুও কেমন জানি হয় যাক সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------

২| ১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০২

প্রত্যাবর্তন@ বলেছেন: আহ ! একটা দীর্ঘশ্বাস !

১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: জি প্রত্যাবর্তন জি মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------

৩| ১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: চাঁদ মুখ গেল কই

১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: ধুর কয়েন না সেই চাঁদ হয়ে গেছে তাই আবার দেখতে চাই কিন্তু আর পাচ্ছি না কবি ছবি চমৎকর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন----------

৪| ১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৮

মেহেদি_হাসান. বলেছেন: কঠিন সুন্দর

১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: জি হাসান দা মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন----------

৫| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩১

স্প্যানকড বলেছেন: আহ ! এক চান গেছে আরও চান আসবে খালি ভরসা রাখেন। চানের অভাব নাই আসমানে.... হা হা হা। ভালো থাকবেন।

১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি সঠিক বলেছেন তেমন তো চোখ নাই মন নাই সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------

৬| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: মাসের পর মাস, প্রতিদিন একটি করে কবিতা লিখে চলেছেন। তাও আবার ১১ থেকে ১২ টার মধ্যে।

১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৬

আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা সত্যই বলছেন ও সময়ে এক ব্যস্ততা কম থাকে তাই এর মধ্যে পোস্ট করি যাক মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন----------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.