নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
দেহের ভিতর অন্তদণ্ড
ঝড় হাওয়া বইলে কি আর
প্রেমময় সুবাস থাকে? এক বার ভাবো
কি অনুরাগ? অদ্ভুত হাস্যকর, রূপালি কথাগুলো
শুনলে- জেনো ঝর্ণা ধারা ক্ষত বিক্ষত মিছিল-
নীরবে পদচিহ্ন লেগেই থাকে, রক্তাক্ত দাগ;
হতচ্ছাড়া তবুও মন থাকে, দেহের ভাজে- ভাজে
অন্তহারা, অথচ মনে হয় বিবেক বুদ্ধি শূন্য আকাশ-
বল কি ভাবে পাবে একখণ্ড মাটির সুগন্ধ বাতাস?
এভাবে চলার মাঝে কি লাভ পাবে- মন সিংহ ছাড়া!
অতঃপর মুছে ফেল দেহের রক্ত আগুনি অন্তদণ্ড।
১০ অগ্রহায়ণ ১৪২৮, ২৫নভেম্বর ২১
২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি জুল ভার্ন দাদা সুন্দর মন্তব্য করেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-----
২| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: অন্তদন্ড থেকে বেশি গুরুত্বপূর্ন মেরুদন্ড।
কবি কেমন আছেন?
২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা এই তো চলছে সুন্দর মন্তব্য করেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
৩| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১৬
ফুয়াদের বাপ বলেছেন: মন ভালো তো সব ভালো
জগত জুড়ে সুখের আলো
ভেতর কৃষ্ণকালো-অন্তদন্দ
শশান ভূবনে সব ভন্ড।
আধ্যাতিক ধরনের সুন্দর কবিতার জন্য ধন্যবাদ লিটন ভাই।
২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি ফুয়াদের বাপ দাদা সুন্দর মন্তব্য করেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৪
জুল ভার্ন বলেছেন: অর্থবোধক কবিতা।