নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
ঘানি টানার মতো রোজ
সরিষা তৈল উৎপাদন হচ্ছে খুব;
ক্ষত বিক্ষত মাটির দলা
যেদিন দুর্বলা ঘাসফুলের সাথে বাসর হবে;
সেদিন ও এতটুুকু ঘ্রাণ পাবে না
লম্বা নাকটাও আর জুরাবে না!
সমস্ত উপলদ্বি ধ্বংস হবে।
হৃদয় ঘানিতে মুক্তির সানাই বাজাবে নিশ্চিয়-
আবার কোন এক সরিষা দানার;
অথচ এক মুহুর্তের জন্যও হলো
বুঝার ক্ষমতাটুকু রাখলে না- অনুশোচনা
অনুতপ্ত তো দূরের কথা- তুমি টানতে থাকো ঘানি!
আর আমি রোজ সরিষা তৈল হই।
১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৯নভেম্বর ২১
২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি সঠিক বলেছন দাদা অশেষ ধন্যবাদ জানাই
২| ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সংসারের ঘানিও মেয়েরা টানে আবার সরিষার তেলের ঘানিও!
২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: ওই রকম কপাল হয়নি সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
৩| ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আহারে!
২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা অশেষ ধন্যবাদ জানাই
৪| ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১২
পদাতিক চৌধুরি বলেছেন: জীবন নদে এভাবে ঘানি টানা টানি করেই বয়ে যায় হাজার মানুষের জীবন। রোগ শোক-দুঃখ জরাতেও যে টানার অবসান হওয়ার নয়। ছবির সঙ্গে কাব্যে বিষন্ন ভালো লাগা রইলো।
২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি চৌধুরি দা সুন্দর কথা বলেছন প্রেরণা পেলাম অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন-------
৫| ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮
জটিল ভাই বলেছেন:
নিয় ঘানি
টানাটানি
সরিষার জীবনহানি!
২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি জটিল ভাই চমৎকার বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন-------
৬| ২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৪
বাংলার এয়ানা বলেছেন: ঘানী কে টানে সুফল কে খায়
৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: এটাই নিয়ম হয়েছে চমৎকার বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন-------
৭| ২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৯
মেহেদি_হাসান. বলেছেন: ছবি এবং কবিতা দুটোই অসাধারণ
৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি হাসান দা চমৎকার বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন-------
৮| ২৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা চমৎকার বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন-------
৯| ৩০ শে নভেম্বর, ২০২১ রাত ৩:৩৬
নেওয়াজ আলি বলেছেন: আপনার কবিতা লেখা দিন দিন ভালো হচ্ছে
৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি নেওয়াজ দা চেষ্টা করে যাচ্ছি সুন্দর বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন-------
১০| ৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবি এবং কাব্য সুন্দর হয়েছে কবি। ++++
৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মাইদুল দা আপনার মন্তব্যে প্রেরণা পেলাম
সব সময় ভাল থাকবেন----------
১১| ৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: ধীরে ধীরে আপনার কবিতার পাঠক বাড়ছে।
৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা পাঠ কম বারল এটার জন্য ভাবি একটা লেখা পোস্ট করতে পেরেছি ত একটাই বড় কথা
সব সময় ভাল থাকবেন দাদা
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪০
জুল ভার্ন বলেছেন: ঘানি টানাদের ঘানিতেই জীবনাবসান!