নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

সরিষা তৈল হই

২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩১



ঘানি টানার মতো রোজ
সরিষা তৈল উৎপাদন হচ্ছে খুব;
ক্ষত বিক্ষত মাটির দলা
যেদিন দুর্বলা ঘাসফুলের সাথে বাসর হবে;
সেদিন ও এতটুুকু ঘ্রাণ পাবে না
লম্বা নাকটাও আর জুরাবে না!
সমস্ত উপলদ্বি ধ্বংস হবে।

হৃদয় ঘানিতে মুক্তির সানাই বাজাবে নিশ্চিয়-
আবার কোন এক সরিষা দানার;
অথচ এক মুহুর্তের জন্যও হলো
বুঝার ক্ষমতাটুকু রাখলে না- অনুশোচনা
অনুতপ্ত তো দূরের কথা- তুমি টানতে থাকো ঘানি!
আর আমি রোজ সরিষা তৈল হই।

১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৯নভেম্বর ২১

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪০

জুল ভার্ন বলেছেন: ঘানি টানাদের ঘানিতেই জীবনাবসান!

২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: জি সঠিক বলেছন দাদা অশেষ ধন্যবাদ জানাই

২| ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সংসারের ঘানিও মেয়েরা টানে আবার সরিষার তেলের ঘানিও!

২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: ওই রকম কপাল হয়নি সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই

৩| ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আহারে!

২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা অশেষ ধন্যবাদ জানাই

৪| ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১২

পদাতিক চৌধুরি বলেছেন: জীবন নদে এভাবে ঘানি টানা টানি করেই বয়ে যায় হাজার মানুষের জীবন। রোগ শোক-দুঃখ জরাতেও যে টানার অবসান হওয়ার নয়। ছবির সঙ্গে কাব্যে বিষন্ন ভালো লাগা রইলো।

২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি চৌধুরি দা সুন্দর কথা বলেছন প্রেরণা পেলাম অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন-------

৫| ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮

জটিল ভাই বলেছেন:
নিয় ঘানি
টানাটানি
সরিষার জীবনহানি!

২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি জটিল ভাই চমৎকার বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন-------

৬| ২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৪

বাংলার এয়ানা বলেছেন: ঘানী কে টানে সুফল কে খায়

৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: এটাই নিয়ম হয়েছে চমৎকার বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন-------

৭| ২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৯

মেহেদি_হাসান. বলেছেন: ছবি এবং কবিতা দুটোই অসাধারণ

৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: জি হাসান দা চমৎকার বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন-------

৮| ২৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা চমৎকার বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন-------

৯| ৩০ শে নভেম্বর, ২০২১ রাত ৩:৩৬

নেওয়াজ আলি বলেছেন: আপনার কবিতা লেখা দিন দিন ভালো হচ্ছে

৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জি নেওয়াজ দা চেষ্টা করে যাচ্ছি সুন্দর বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন-------

১০| ৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবি এবং কাব্য সুন্দর হয়েছে কবি। ++++

৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মাইদুল দা আপনার মন্তব্যে প্রেরণা পেলাম
সব সময় ভাল থাকবেন----------

১১| ৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: ধীরে ধীরে আপনার কবিতার পাঠক বাড়ছে।

৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা পাঠ কম বারল এটার জন্য ভাবি একটা লেখা পোস্ট করতে পেরেছি ত একটাই বড় কথা
সব সময় ভাল থাকবেন দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.