নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

ভুলেই যাই

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৮



আবৃত্তির লিং-

রাত এলেই ভুলে যাই-
মরণ ও সোনালি ফাল্গুনের মাঠ!
তারপর ঘুম লাশের মতো
স্বপ্ন দেখা বিষাদের জল-
ভোরের স্নিগ্ধ শিশির জমানো
প্রণয়ের এক চিমটি হাসি;
তারপর সূর্য স্নান দুপুরের ক্লান্তিময়
তবু আসমান কাঁদা কাঁদা চোখ-
মাটির কম্পন, সবই স্মৃতিহীন তামাটে
ফসলের গায়ে উইপোকা!
অতঃপর ভুলেই যাই।

০১ফাল্গুন ১৪২৮ ১৪ ফেব্রুয়ারি ২২

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুলে যাওয়াই ভালো

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি ছবি আপু ভুলে যাওয়া যায় না তো ভালবাসার লাল গোলাপের শুভেচ্ছা রইল- ভাল থাকবেন

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪

জুল ভার্ন বলেছেন: ভুলে যাওয়া কষ্ট, অভিমান ও কিছু কিছু হাসি।
রাগ, অভিমান সবার উপর করা যায় না..আবার সবচেয়ে স্পেশাল মানুষ টার উপর সবচেয়ে বেশি আর ঘন ঘন রাগ করা যায়!...এই অভিমানীগুলোর অভিমান আছে বলেই সম্পর্ক গুলো এত অমায়িক
হয়...‘আমি রাগ করিনি’ বলেছে বলে সত্যি ই যে রাগ করে নি এমনটাও হয় না...‘আমি রাগ করিনি’ এর মাঝেও যে কতো অভিমান লুকিয়ে থাকে এটাও একসময় ধরতে পারে না...। অতএব, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ভালবাসার লাল গোলাপের শুভেচ্ছা রইল ভাল থাকবেন

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা
ভালবাসার লাল গোলাপের শুভেচ্ছা রইল!
ভাল ও সুস্থ থাকবেন------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.