| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
 
আমি ধূলো বালির সংজ্ঞা বুঝি না- 
রাস্তার মাঝে ঝকঝকে পোড়া ইট; 
আরও কাঁচা পাকা দেওয়াল বুঝি না- 
টিনের ছাউনি ঘরের মধ্যে হিট ফিট। 
তবু বলো ভাই বিশেষজ্ঞ বলে কথা! 
নরনারী চলে যায় গন্তব্যহীন শুধু একা- 
একা পথে কি করে রচনা হয় সংজ্ঞা!
চলো সবে মৃত্যুর ডাকে- এনে দিবে 
বিশেষত্ব সংজ্ঞা! একের ওপরে অপরিহার্য 
আরাধনা, নীল মেঘে মেঘে সজ্জিত- 
কেনো দেখা যায় সংজ্ঞাময় পাড়া।
০৮ চৈত্র ১৪২৮, ২২মার্চ ২২
 
২২ শে মার্চ, ২০২২  সকাল ১১:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: বাংলা ভাষা আবার বুঝতে কঠিন হয় দুখজনক রাজ্জাক দা 
পাঠ করার জন্য ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন-------
২| 
২২ শে মার্চ, ২০২২  সকাল ১১:১১
জুল ভার্ন বলেছেন: লেখা ভালো হয়েছে। তবে তিনটা শব্দ বানানে যত সামান্য সংশোধনী দিলে ভালো হয়। যেমন- ধূলি(হওয়া উচিত ধূলো। পঞ্চম লাইনে বলও(সঠিক-বলো) এবং অষ্টম লাইনে চলও(সঠিক চলো)। 
ধন্যবাদ।
 
২২ শে মার্চ, ২০২২  সকাল ১১:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সংশোধন করেছি ভাল থাকবেন
৩| 
২২ শে মার্চ, ২০২২  দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম। সারমর্ম বুঝতে পারি নি।
 
২২ শে মার্চ, ২০২২  দুপুর ২:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: সারমর্ম বুঝতে পারেননি এ আল্লাহ কি বলেন যাক পাঠ করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন রাজীব দা-------
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০২২  সকাল ১১:০৫
শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক বলেছেন: এতেো কঠিন, বুঝতে কষ্ট হয়েছে