নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

সংজ্ঞা পাড়া

২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫২



আমি ধূলো বালির সংজ্ঞা বুঝি না-
রাস্তার মাঝে ঝকঝকে পোড়া ইট;
আরও কাঁচা পাকা দেওয়াল বুঝি না-
টিনের ছাউনি ঘরের মধ্যে হিট ফিট।
তবু বলো ভাই বিশেষজ্ঞ বলে কথা!
নরনারী চলে যায় গন্তব্যহীন শুধু একা-
একা পথে কি করে রচনা হয় সংজ্ঞা!
চলো সবে মৃত্যুর ডাকে- এনে দিবে
বিশেষত্ব সংজ্ঞা! একের ওপরে অপরিহার্য
আরাধনা, নীল মেঘে মেঘে সজ্জিত-
কেনো দেখা যায় সংজ্ঞাময় পাড়া।

০৮ চৈত্র ১৪২৮, ২২মার্চ ২২

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৫

শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক বলেছেন: এতেো কঠিন, বুঝতে কষ্ট হয়েছে

২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: বাংলা ভাষা আবার বুঝতে কঠিন হয় দুখজনক রাজ্জাক দা
পাঠ করার জন্য ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন-------

২| ২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:১১

জুল ভার্ন বলেছেন: লেখা ভালো হয়েছে। তবে তিনটা শব্দ বানানে যত সামান্য সংশোধনী দিলে ভালো হয়। যেমন- ধূলি(হওয়া উচিত ধূলো। পঞ্চম লাইনে বলও(সঠিক-বলো) এবং অষ্টম লাইনে চলও(সঠিক চলো)।
ধন্যবাদ।

২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সংশোধন করেছি ভাল থাকবেন

৩| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম। সারমর্ম বুঝতে পারি নি।

২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: সারমর্ম বুঝতে পারেননি এ আল্লাহ কি বলেন যাক পাঠ করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন রাজীব দা-------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.