নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
মৌ মাছির মতো ভাল থাকো
প্রজাপতির মতো রঙ ছড়াও-
সূর্য স্নানে ঘাস ফুলের মতো হাস!
লজ্জাবতীর মতো লাজুক থাকো;
তারপর ঝর্ণার মতো মেঠো পথে হাঁট-
আকাশের মতো কালমেঘ মুক্ত হও!
আর সবুজ দিগন্তের মাঠে, দৃষ্টি রাখ-
সোনা সফলের মতো মন ভাবনায় ভাব
বিচক্ষণ কাল ফিঙের মতো বিচরণ করো-
শান্ত পায়রার মতো দোয়েলের গান গাও্।
১৬চৈত্র ১৪২৮, ৩০মার্চ ২২
৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সংশোধন অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
২| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি রাজীব দা
পাঠে সুন্দর বলার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
৩| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:৩৮
ধূসর সন্ধ্যা বলেছেন: সুন্দর
৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি ধূসর দা পাঠে করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪০
জুল ভার্ন বলেছেন: বিচক্ষণ কাল ফিংগের মতো বিচার কর - লাইনটা কি সঠিক হয়েছে?
আমার ধারণা, 'বিচার' নাহয়ে শব্দটা 'বিচরণ' হতে পারে এবং 'কর' এর বদলে 'করো' হলে বাক্যটা মজবুত অর্থবহ হতো।
কবিতার জন্য ধন্যবাদ।