নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কত সময় গড়ে গড়ে গেলো
মাটির বুকে মধ্য ভাগে, মেঘ বৃষ্টি শ্রাবণ;
তবু এক ভাবনার ধূলি বালি
সোনালি রোদ্দুর চোখে মুখে এতটুকু লাগে না-
বলো কি করে ছুঁয়ে যাবে?
চাঁদের সম্মুখে জীবন্ত লাশ; আধাঁর গায়ে
বামনের ছায়া দূরন্তপনা নেই
এখন সময়ের বৃন্দাবনে বিবর্তন- তবু বয়স
বোধহীন শিশু,পথ কফিনের মুখে
দৃষ্টিগোচর শুধু সবুজ ঘাসে বয়সের যন্ত্রনা।
১৯চৈত্র ১৪২৮, ০২এপ্রিল ২২
০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি ইসিয়াক দা সুন্দর বলছেন দোয়া করি ভাল ও সুস্থ থাকবেন
২| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: হ্যাঁ বয়স বাড়ছে। চুল সাদা হচ্ছে। দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।
০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: হু রাজীব দা সঠিক বলেছেন দোয়া করি ভাল ও সুস্থ থাকবেন
৩| ০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: বয়স বাড়ার যন্ত্রনা
খুবই বেদনাদায়ক
যারা শিশু, কিশোর
কিংবা যুবক তারা
এ যন্ত্রণা বুঝবে না!
ইচ্ছা মত খাওয়া
যাবেনা, রাতে ঘুম
হবেনা, চোখের
সমস্যার কারণে
ভালো কোন বই
পড়া হবেনা, আহা
কি যে যন্ত্রণা!
০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি দা এত ধরতে পারছে বয়সের যন্ত্রনা দোয়া করি ভাল ও সুস্থ থাকবেন
৪| ০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০১
জুল ভার্ন বলেছেন: "সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমেরে"!
০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা হতে পারে দোয়া করি ভাল ও সুস্থ থাকবেন-------
৫| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১০:২৭
প্রামানিক বলেছেন: দারুণ হয়েছে
০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি প্রামানিক দা কেমন আছেন দোয়া করি ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৬
ইসিয়াক বলেছেন: মনের বয়সটাই আসল।
আমি তো নিজেকে পঁচিশ বছরের যুবক ভাবি।
কোন ব্যপার না।চিন্তা ভাবনা নাই।
বিন্দাস আছি।