নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

বয়সের যন্ত্রনা

০২ রা এপ্রিল, ২০২২ সকাল ১১:০৮




কত সময় গড়ে গড়ে গেলো
মাটির বুকে মধ্য ভাগে, মেঘ বৃষ্টি শ্রাবণ;
তবু এক ভাবনার ধূলি বালি
সোনালি রোদ্দুর চোখে মুখে এতটুকু লাগে না-
বলো কি করে ছুঁয়ে যাবে?

চাঁদের সম্মুখে জীবন্ত লাশ; আধাঁর গায়ে
বামনের ছায়া দূরন্তপনা নেই
এখন সময়ের বৃন্দাবনে বিবর্তন- তবু বয়স
বোধহীন শিশু,পথ কফিনের মুখে
দৃষ্টিগোচর শুধু সবুজ ঘাসে বয়সের যন্ত্রনা।

১৯চৈত্র ১৪২৮, ০২এপ্রিল ২২

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৬

ইসিয়াক বলেছেন: মনের বয়সটাই আসল।
আমি তো নিজেকে পঁচিশ বছরের যুবক ভাবি।
কোন ব্যপার না।চিন্তা ভাবনা নাই।
বিন্দাস আছি।

০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি ইসিয়াক দা সুন্দর বলছেন দোয়া করি ভাল ও সুস্থ থাকবেন

২| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ বয়স বাড়ছে। চুল সাদা হচ্ছে। দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।

০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: হু রাজীব দা সঠিক বলেছেন দোয়া করি ভাল ও সুস্থ থাকবেন

৩| ০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বয়স বাড়ার যন্ত্রনা
খুবই বেদনাদায়ক
যারা শিশু, কিশোর
কিংবা যুবক তারা
এ যন্ত্রণা বুঝবে না!
ইচ্ছা মত খাওয়া
যাবেনা, রাতে ঘুম
হবেনা, চোখের
সমস্যার কারণে
ভালো কোন বই
পড়া হবেনা, আহা
কি যে যন্ত্রণা!

০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি দা এত ধরতে পারছে বয়সের যন্ত্রনা দোয়া করি ভাল ও সুস্থ থাকবেন

৪| ০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০১

জুল ভার্ন বলেছেন: "সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমেরে"!

০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা হতে পারে দোয়া করি ভাল ও সুস্থ থাকবেন-------

৫| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১০:২৭

প্রামানিক বলেছেন: দারুণ হয়েছে

০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৪

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি প্রামানিক দা কেমন আছেন দোয়া করি ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.