নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
হাওয়া নড়বড় করে রে মানুষ
হাওয়া নড়বড় করে-
আকাশ থেকে তারা ছুটে রে মানুষ
আকাশ থেকে তারা ছুটে-
ফুলের গন্ধে ঘুম আসে না রে মানুষ
একলা জেগে রই রে মানুষ;
মাটির সাথে সাজানো মেঘ বাড়ির মায়া
শূন্যে ই হাওয়া বৃষ্টি ছুট কায়া-
ঘাস ফুল ঘাস ফড়িং দেরে চঞ্চল উড়া
এখন কি আর সভ্য মানুষের হয় না
মনও ভাব গাম্ভীর্যের কদর ভারি সচেতনা
নিত্যক্ষণ বৃন্দাবন ভাসায় রে কত
কালের হাওয়া কালেই থাক রে মানুষ
সামনের ঝড় বৃষ্টি হাওয়া দেখো।
০৪বৈশাখ ১৪২৯, ১৭এপ্রিল ২২
১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জি মাহবুদ দা
ভাল লাগার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
২| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:১২
শাহ আজিজ বলেছেন: নরবর নয় সম্ভবত নড়বড় হবে ।
১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি আজিজ দা সংশোধন করেছি ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
৩| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪১
জুল ভার্ন বলেছেন: বরাবরের মত কবিতা ভালো হয়েছে। তবে আমার মতোই বানানে কিছুটা অসতর্ক!
১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা জি ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
৪| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: কবিটা খুব সুন্দর হয়েছে। দারুন।
১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি রাজীব দা ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই
মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?
- যতীন্দ্রমোহন বাগচী
- কবিতা বেশ ভালো হয়েছে।