নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কলার ছড়ি দু’হাতের চিপায়
হেঁটে যাচ্ছে তো যাচ্ছে- দৃষ্টিপাত
আমজনতা রাত দুপুর কিংবা
ভোরের শিশির সিক্ত পথের ধূলি বালি।
কলার পুষ্টি স্বাদের অভাব অনুভব সৃষ্টি-
অথচ রমনির শিল পাটা দাঁতের কপোত কপোত
শব্দ আওয়াজ যেনো সার্থকতার বাহক!
তবু কলার রঙ বাহারি ফুরায় না যুগের ইতি মাত্র;
কবির মন বলে কথা- হরেক রকম কলা-
চোখ ভরে- মন খুলে দেহের ভাজে ভাজে
অতঃপর খসা থাকা শর্তেও কলার অযন্ত্রে
অবহেলায় মরীচিকা সোনালি কলার ছড়ি।
০৪ শ্রাবণ ১৪২৯, ১৯জুলাই’২২
২০ শে জুলাই, ২০২২ সকাল ৯:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------
২| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: কলা নিয়ে এমন কবিতা আর দেখিনি!
পাঠা বদলে পাটা হবে হয়তো
২০ শে জুলাই, ২০২২ সকাল ৯:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা পাঠে ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-----------
৩| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: কচুর ছড়া নিয়ে একটা কবিতা।
২০ শে জুলাই, ২০২২ সকাল ৯:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা গতকালই কচুর ছড়া লেখেছি আপনাকে উৎসর্গ করব
ভাল থাকবেন------------
৪| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: লিখুন ।
২০ শে জুলাই, ২০২২ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৯
জুল ভার্ন বলেছেন: কলা নিয়ে চমতকার কবিতা!