নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
সেই দিন পূর্ণিমা রাতের গায়ে,
মনোরম বিজলিবাতি জ্বলছিল!
তাঁর মনের গভীরে এতোটুকু
সাহস হারানি;বিশ্বাসছিল অটুট!
মলিন ঠোঁটে বলে উঠত-কে- কে
রক্তের গঙ্গা ঝরাবে? অথচ ওতপেতে
হায়নার দল- তাজা রক্ত ঝরাল;
এই রক্ত বাংলার প্রতিটি প্রাণীর!
টক বগে রক্ত- বজ্রকম্পোনের মতো
প্রতিধ্বনি হলো সারা দেশ জুড়ে
বৃষ্টির ক্রন্দনে চিৎকার আওয়াজ;
চারিদিকে আঁধার আফসোস; কি
হারালাম শুধুই নোনা জলে অম্লান
করে গেলো শোক-অন্তর পুড়ে খাঁটি।
৩০ শ্রাবণ ১৪২৯, ১৪ আগস্ট ’২২
১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা ভাল ও সুস্থ থাকবেন
২| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি মশিউর দা ভাল থাকবেন
৩| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৩
জুল ভার্ন বলেছেন: ভাইয়া, তোমার কবিতার থীম ভালো কিন্তু কিছু বানান ভুল হয়। আমি প্রায়শই ভুল গুলো মার্ক করে দেই-যাতে লেখাটা আরও সুন্দর হয়। আজকের কবিতায় শিরোনাম বৃষ্টির 'কান্দন' হবে, ৪ নম্বর লাইনে 'সাহস' হবে, ৬ নম্বর লাইনে শব্দটা 'ওতপেতে' হবে, ১১ নম্বর লাইনে বৃষ্টির 'কান্দনে' এবং শেষ লাইনে অন্তর 'পোড়া' হবে।
শুভ কামনা।
১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সংশোধন করেছি ভাল ও সুস্থ থাকবেন
৪| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথমদিকের লাইনগুলো কবিতাটার সুন্দর।
১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মাইদুল দা ভাল ও সুস্থ থাকবেন---------
৫| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাল লাগলো
১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি জুনায়েদ দা ভাল ও সুস্থ থাকবেন-------
৬| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি সেলিম দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন------
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রথম দুইলাইন চমৎকার।