নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

চিনেও চিনে না

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২০



রাত নিঝুম আকাশের গায়ে নাকি চাঁদ
দেখা যায় না;যত অদ্ভুত কর্মকাণ্ড মাটির
স্পর্শে! অথচ ভোরের স্নিগ্ধতায় বিবেক
শূন্য উঠনে সাত পাতার গাছে গোলাপ
ফুটে না- যাহার কোন অর্থবহ হয় না
বুঝেও না- সূর্যের কিরণ মনে; তারপরও
চঞ্চল ঘোড়ার গাড়ি রাস্তাও চিনেও চিনে না
উত্তর দক্ষিণ শুধু রাজনৈতিক যত সব
ঠোঁট বাঁকানো কথার উত্তাপে দেহ অনল
প্রেমপ্রীতি জ্বলেও জ্বলে না- উজ্জ্বল চাঁদ-
দক্ষিণা জানালাতেও উকি মারে না আর
নিস্তব্ধ আঁধারমুখি যত সব মাটির স্তূপ।


১৬ ভাদ্র ১৪২৯, ৩১ আগস্ট ’২২

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: কষ্ট করে পাঠ করার জন্য
অনেক শুভেচ্ছা রইল মশিউর দা
ভাল ও সুস্থ থাকবেন------

২| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ লাগলো।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: কষ্ট করে পাঠ করার জন্য
অনেক শুভেচ্ছা রইল গোফরান দা
ভাল ও সুস্থ থাকবেন------

৩| ৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২৭

ক্যাঁচাল ভাই বলেছেন:
নাম দেখে যতোটা ক্যাঁচালময় হবে ভেবেছিলাম ঠিক ততোটাই সাধারণ হয়ে গেছে।
তবে অভারঅল ভালো হয়েছে :)

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি ক্যাঁচাল ভাই দা কষ্ট করে পাঠ করার জন্য
অনেক শুভেচ্ছা রইল ভাল থাকবেন------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.