নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
চৈত্রের দুপুর মন চঞ্চল তেঁতুল চুরিতে
মন্টুর মায়ের একগলা এ্যাপারির বাঁশি
ময়না মায়ের কলাগাছ ভাঙ্গনের বিচার!
আজও অম্লান করে বিশুর মায়ের
হাতের চা; ভোরের উষ্ণতা শুধু খুঁজি
সবুজ ঘিরা আইল পাথারের মাঠ ;
মন্টুর মা এখন নিখোজ তার সাথে
ওমছের মাও- রোদদুপুরে কলার থোড়
পোড়া কাপড় ধোয়া জল স্মৃতিময়!
আজও অম্লান করে বড় বাড়ির
দুলা মায়ের এক হালি আম হাসি;
শহীদের মায়ের কাঁঠাল পাকা ওয়া
মিনুর মায়ের বরই পারা ঝড়ের শব্দ!
শহীদের মাও, মিনুর মাও কখন
চলে গেছে না ফেরা তারার দেশে;
মাঝে মাঝে অচমকায় গাল খেতাম
দেয়াল লেখায় !অপষ্ট রয়ে গেলো
স্নিগ্ধ ভোরে মুড়িমাখা ময়া
ভুলে গেছে দুর্বঘাসের ছোঁয়া;
ভীষণ ইচ্ছে হয় টুনটুনিকে গান শুনাবার
সব হেরে গেছে চৈত্র পোড়া দুপুরে।
২৩ ভাদ্র ১৪২৯, ০৭ সেপ্টেম্বর ’২২
©somewhere in net ltd.