![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
চাঁদ তারা ঝল ঝল করে
কিন্তু ভালোবাসার আকাশ নেই!
চাঁদ তারা রাখব কথায়?
ফুল ফল আছে কেনো জানি
গন্ধ স্বাদ মাটিতে নেই;
মাটির গন্ধ স্বাদ কথায় পাই?
কেমন ভালোবাসা রঙ সাজালে
বাঘের মতো ডোরাকাটা দাগ নেই
খাঁচাই বন্দী সিংহ দেখেছি
ভালোবাসার ভয়ে আলিঙ্গন নেই
কি ভাবে ভালোবেসে যাই?
অমৃত চাঁদ তারা মাটিতেও নেই।
৩০ ভাদ্র ১৪২৯, ১৪ সেপ্টেম্বর ’২২
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: লাল গোলাপের শুভেচ্ছা নিবেন দাদা!
ভাল ও সুস্থ থাকবেন--------
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা চমৎকার থেকে দিন দিন অতি চমৎকার হচ্ছে লিটন ভাই।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: লাল গোলাপের শুভেচ্ছা নিবেন গোফরান দা!
ভাল ও সুস্থ থাকবেন--------
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭
পোড়া বেগুন বলেছেন:
ধন্যবাদ কবি, সুন্দর কবিতার জন্য।
তবে কবিতার পাঠক কমে যাচ্ছে,
উদ্বেগের বিষয়।