| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

জীবিত দেয়ালের চারপাশে ঘুরতেছিলাম;
নিঃশ্বাসের ঘ্রাণে নৈঃশব্দের অনুভবে ভাসতেছিলাম
টিভির ঘরে নাকট সিনেমার দৃষ্টি চোখ একইছিল
মাটির গা জুড়ে কলঙ্ক বুঝতাম না-চাঁদও কলঙ্ক আছে,
শুধু শুনতাম; তখন থেকেই সব যত প্রশ্ন জোয়ার
কলঙ্ক কি- কলঙ্ক কি? কলাগাছ দেখে বুঝলাম-
যখন কলাগাছের কলঙ্ক হয়, তখন নাকি
সে মারা যায়; অথচ কলঙ্ক ছাড়া বরই, তেঁতুল,
এমনকি আম গাছ হয় না; পথিকের দৃষ্টি পলক পরে
হাত ছুঁয়া ঢিল মারে; এই হলো প্রেমের কলঙ্ক-
একদিন এভাবে কলঙ্ক আলু ভর্তা দেহে মাখলাম
জোনাক জ্বলা রাতে প্রেমের সূর্যমুখির ঘ্রাণ ছুঁইলাম।
০৩ আশ্বিন ১৪২৯, ১৮ সেপ্টেম্বর ’২২
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: ধরে নেন একটা কিছু ছবির শুভেচ্ছা রইল
ভাল থাকবেন-----------
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
ছবিটা কিসের?