নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
বেলকনির পাশে ডেঙ্গুর আনাগোনা বেশ হচ্ছে
রূপালি দেহ বরাবর জানালাটাও খোলা;
চুলের নাকি হাত পা আছে- হেঁটে- হেঁটে
রান্না করা পাতিলের মধ্যে ডুবে সাঁতার কাটে;
আজ-কাল তেলাপোকারাও বেশরম হয়ে যাচ্ছে
মাছ কিংবা মাংসের সাথে মজাদার রোস্ট হচ্ছে-
তেলাপোকা আর পেটের মূত্রনালী ডাইরেক্ট হচ্ছে
টয়লেটে। অথচ কবিতার আর্তনাদ বুঝেও- বুঝে না,
দ্রোহের মিছিল এ খাট- ও খাট জুড়ে-
নগ্ন ভাষার গল্প বেশ হচ্ছে- হাসপাতালের দিকে
দেহ ছুটে যাচ্ছে- মৃত্যুর কুলে- বাহ বেশ হচ্ছে।
০৫ আশ্বিন ১৪২৯, ২০ সেপ্টেম্বর ’২২
২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: হু ঠিকই কছেন কবি ছবি আপু
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ১। চুলের নাকি? এটা কী জিনিস?
২। রান্না করা বাতিলের? এটা কী জিনিস?
৩। পেটের মুদ্রনালী? এটা কী?
২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: ১। মাথার চুল
২। পাতিল
৩। মূত্রনালী
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩২
জুল ভার্ন বলেছেন: কাজী ফাতেমা ছবি আপু যা বলেছেন- তা ঠিক, আপনি অনেক নতুন নতুন শব্দ তৈরী করেন। এবং বেশ কিছু মুদ্রণ প্রমাদ(বাতিলের, পেটের মুদ্রনালী) আছে।
শুভ কামনা।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কষ্ট করে পাঠ করেছেন
অনেক লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল থাকবেন---------
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ হচ্ছে
২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি ঠিক ধরেছেন
লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন------
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২২
ইসিয়াক বলেছেন: চারপাশের পরিবেশ ক্রমশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। এটাই মনে হয় কবিতাটির অন্তর্নিহিত অর্থ।
সত্যি বলতে কি,
আপনার কবিতা আমি ঠিক বুঝে উঠতে পারি না কবি। মাথামোটা বলেই হয়তো আমার অবস্থা এমন হা হা হা।
শুভকামনা রইলো
২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৭
আলমগীর সরকার লিটন বলেছেন: কষ্ট করে এত বড় কমেন্ট করার জন্য লাল গোলাপের শুভেচ্ছা রইল
ওতো বুঝে কি করবেন না বুঝাই ভাল
ভাল থাকবেন-----------
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার লেখায় আপনি নিজেই শব্দ তৈরী করে নেন
যা ডিকশনারিতেও নাই। আর অজস্র বানান ভুল। এগুলো ঠিক করেন প্লিজ।