নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

একাকী

১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৭



সবুজ আকাশটা কেমন জানি
নীল- নীল লাগছে-কাল মেঘে
ধুয়ে যাচ্ছে বন্ধু হারানো শোক;
বৃষ্টির গায়ে দুঃখ কষ্ট নেই- নিরবধি
হাত ছুঁয়া মাটির ঘরে শুধু একাকী।
হয় তো অপেক্ষা করছে প্রিয় বন্ধু
কিছু ঋণের পরিশোধ চাওয়া পাওয়া,
ভাবিস না- অন্ত ক্ষরণ বয়ে যাচ্ছে
তোর খুব কাছাকাছি- আগের মতো
দুষ্টমি আনন্দ আড্ডা হবে না- জানি!
শুধু দেখে যাবো দুজনা-আকাশ মাটি-
এই ভেবেই যাচ্ছি,কবে হবো একাকী।


২৯ আশ্বিন ১৪২৯, ১৪ অক্টোবর ’২২

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর হয়েছে! ফুলটার নাম কী?

১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: ফুলের নামটা এই মহুতে মনে পরছে না
সেই ফুলের শুভেচ্ছা নিবেন
ভাল থাকবেন-------

২| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৭

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
পাঠে মুগ্ধ আমি।
কবি মন সে তো সুন্দরতম ।
কবির প্রতি অভিন্দন।

৩| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম। সুন্দর কবিতা লিখেছেন।

১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: আয়ালাইকুম সালাম দা
কেমন আছেন
অনেক শুভ কামনা রইল রাজীব দা
ভাল থাকবেন----------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.