| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
সবুজ মাঠের গায়ে ধান শালিকের
গন্ধ- উড়াল, ভালই ছিল! শহরের ইট
পাথর ছোঁয়া-সোনালি রাস্তার মোড়ে-মোড়ে
মানুষের প্রণয় নেই শুধু অহমিকা হেঁটে যায়;
অথচ গাঁয়ের মৃত্তিকার গন্ধ সুবাস কেমন
করে ভুলে যায়, আমি বাবুই,বুঝি না কিছুই;
সহজ ভাবে বাঁচার স্বাদ-ইচ্ছার ডানা রাখি সাজ!
চলো অল্পতে সুখে থাকি সংসার মোহনায়-
ধান শালিকের মাঠে কিংবা শহর ইট পাথরের
দেয়ালে খুঁজে নেয় আপন ঠিকানার নিবাস।
১১ কার্তিক ১৪২৯, ২৭ অক্টোবর ’২২
৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: সোনাগাজী দা
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
ভাল ও সুস্থ থাকবেন-------
২|
২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৮
জুল ভার্ন বলেছেন: কবিতার বক্তব্য ভালো লেগেছে। তৃতীয় লাইনে পাথর 'ছুঁয়া' শব্দের বদলে ছোঁয়া শব্দ যথার্থ হবে।
শুভ কামনা।
৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
ভাল ও সুস্থ থাকবেন-------
৩|
২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: মানুষের আসল নিবাস গ্রাম। এবং সর্বশেষ নিবাদ কবর।
৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি রাজীব দা
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
ভাল ও সুস্থ থাকবেন-------
৪|
২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫৭
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !
পাঠে মুগ্ধতা জানাই।
কবির প্রতি সুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
লাইক!!!
৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
ভাল ও সুস্থ থাকবেন-------
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৩
সোনাগাজী বলেছেন:
বস্তিতে আর কতদিন, জীবনের খোঁজে আবার ফিরে যেতে হবে নিজের গাঁয়