নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কবিতার নাকি লবণের অভাব
রক্ত শূন্যতা,পুষ্টি হীনতা;সব মিলে
লবণের অভাব বিরাজ করছে খুব-
যেনো ছিন্নমূল মাটির কাছে একাকার
হচ্ছে দিন রাত সবসময় বাজিমাত;
তবু ধাক্কা ধাক্কি- এমন কি গলবাজি,
সবখানেই লবণের অভাব বোধ!
কবিতা কে চিনেছে আমজনতা সব
অথচ ভুলেই যাচ্ছে লবণের অভাব
যাবেই তো সবই ক্ষমতার বাপরে বাপ
কবিতার লবণশূন্যতা দূরকরা অসম্ভব-
হেঁটে যাও যতো দুর পাবে অভাব বোধ।
০৪ মাঘ ১৪২৯, ১৮ জানুয়ারি’২৩
১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: অভাব আছে বলেই তো এতো কিছু
রাজীব দা ভাল থাকবেন---------
২| ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: অভাব আমার ভাল লাগে না।
১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল না লাগলে অভাব পুরন করবেন কি ভাবে
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: সংসারে অভাব থাকে। কবিতায়ও অনেক কিছু অভাব থাকে।