নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

সরলতা বুঝে না

২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৭



স্বপ্ন রঙিন রাতে- চাঁদ হাসে না
ঘুমের রাতে বিড়াল মারে না-
দুধ ভাতে লাল গোলাপের গন্ধ
নাকের ছিদ্র জুড়ে স্পর্শ করে না
নবান্ন দেহে ধান মাড়াই সহ না
নদীর জল ভাসনো নাও ভাসে না
ঢেউ খেলার সময় গড়ে না না
শূন্য মনের বোধ তবু চাঁদ নিঃসঙ্গতা
সাদা মেঘ থাকতে ভালোবাসে না
তারপরও রঙিন সরলতা বুঝে না।


১১ মাঘ ১৪২৯, ২৫ জানুয়ারি’২৩

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: এই কবিতা বুঝা আমার কর্ম নয়।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: পাঠে অনেক অনেক শুভ
কামনা জানাই, কবি রাজীব দা!
ভাল ও সুস্থ থাকবেন---

২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩

কালো যাদুকর বলেছেন: বাহাবা। অলংকরণে ধন্য এই পদ্যটি।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভ কামনা জানাই
কালো যাদুকর দা!
ভাল ও সুস্থ থাকবেন---

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন:


সরলতা বুঝে নারে গরলের দল
সবগুলো মিলেমিশে গন্ডোগোল করে
একটায় অন্যটার টুটি চেপে ধরে
স্বপ্নের রঙ্গিন রাতে হাসেনাতো চাঁদ।
ইঁদুর মারায় নেই বিড়ালের বল
গোলাপের গন্ধ শোঁকে দুধভাত পরে
সেসব অবশ্য থাকে নাকের উপরে
নবান্নের অন্য খেয়ে সে কর্মটা বাদ।

নিঃসঙ্গ থমকে থাকে নদীজলে নাও
ঢেউ গুলো পড়ে থাকে হয়ে চুপ চাপ
লিটনের শূন্য মন অচল যে পাও
একাকী চাঁদের সাথে রিক্ত নিরুত্তাপ।
সাদা মেঘ ভালো বাসা দাগ ছোপ নেই
মনের কাম্য রঙিন সরলতাকেই।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৩

আলমগীর সরকার লিটন বলেছেন: দাদা একি করেছেন অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন--------

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪১

নীলা(Nila) বলেছেন: দাদা ভালো আছেন, আমি আপনার কবিতা পড়ি প্রতিনিয়ত,তবে কমেন্ট খুবই কম করা হয়। দাদা আপনার কাছে এইটা আবদার করতে পারি?

২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি অবশ্যই বলুন কি আবদার ?

৫| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১২

নীলা(Nila) বলেছেন: আমাকে একটি কবিতা উপহার দিবেন,আমি বিষয় উল্লেখ করে দিবে, সেই বিষয় এর উপর

২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: অবশ্যই বিষয় দেন চেষ্টা করবো

৬| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৬

নীলা(Nila) বলেছেন: একটি ঔষধ কোম্পানির জন্য,এগিয়ে চলছে যাচ্ছে খুব সুন্দর ভাবে, দেশের পাশাপাশি বিশ্বের ১০টা দেশে যাচ্ছে এবং বছরে ২বার বাহির টুর দেয়,এবং কক্সবাজারে সেমিনার হতে যাচ্ছে, সেখানে কবিতা পড়ে শুনাতে চাই আপনার লেখা,সবকিছু মিলে একটু কবিতা যদি লিখে দিতেন অনেক উপকৃত হতো,এবং কৃতজ্ঞ থাকব

৭| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: একটা বাউল ভাবনায় লেখে থাকি চেষ্টা করেছি দেখেন কেমন হলো

//সংসার//
আকাশের বুকে সংসার দেখি
হারিপাতিলহীন, মৌমাছির চাক দেখি না-
তবু কেনো জানি মধুর গন্ধ পাই-
ঐ ঔষধের সেবনে অসখ সারে, অজস্র সংসার
তাই মানবিক আদরে ছুটে চলছি কত
দেশ দেশান্তর; এমন কি তোমার ছায়া পথ;
এভাবে সংসার অনেক বড় হচ্ছে-
ভেবনো হারিপাতিল নাই বলে সংসার হবে না
বেশ হচ্ছে! কক্সবাজার যাচ্ছি শুধু তোমাদের সাথে
আর সুন্দর ভাবে করবো বলে সংসার।

৮| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৭

নীলা(Nila) বলেছেন: খুব ভালো লেগেছে,ধন্যবাদ আপনাকে

তবে কোম্পানি এবং এমডি মহোদয়ের প্রশংসা নিয়ে যদি দেন, খুব ভালো হতো

৯| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৪

আলমগীর সরকার লিটন বলেছেন: //চিরস্ময়//---আলমগীর সরকার লিটন
তুমি আকাশসম চিরবিশাল!
তোমার ছায়ায় তলে আমাদের
আগামী দিনের আলোর প্রদীব
এভাবেই জ্বালাচ্ছি প্রতিদিন আলো
শ্রেষ্ঠ থেকে একদিন শ্রেষ্ঠতর
চিরস্ময় বয়ে আনবো; তুমি আছো
বলে রঙিন ভোর দেখি- স্বপ্ন দেখি
স্বর্ণে যুগের; তুমি থাকো আমাদের মাঝে
চির অমর হয়ে এ কৃর্তজ্ঞতার ভাষা
জানার নয়- তুমি- তুমি- তুমি- চিরস্ময়।

১০| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪১

নীলা(Nila) বলেছেন: সত্যিই অসাধারণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে.........আর আবদার করা ঠিক হবে না জানি,,,,তবুও তবুও একর একটা চাইছি,সত্যিই খুব ভালো লেগেছে

৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: জি ভাল থাকবেন ব্লগ ডে আসলে দেখা হবে

১১| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১১

নীলা(Nila) বলেছেন: ইনশাআল্লাহ চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা

১২| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১১

নীলা(Nila) বলেছেন: দোয়া করি সব সময় সবাই কে নিয়ে ভালো এবং সুস্থ থাকেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.