নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

অন্যরকম প্রেম

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৯



সূর্য তুমি পশ্চিমে যাচ্ছো
যাও- আঁধার নেমে আসছো
আসো; তুমি এটাই চেয়েছিলে
না, শুধু মৃত্তিকাকে দোষ দাও;
চাঁদের অভিমান নেই যতসব
সূর্যের- ভোর হবে আলো দিবে
পূর্ব পশ্চিম কিংবা উত্তর দক্ষিন
তুমি তো জাগাও মৃত্তিকার মন
চৈত্র খড়ায় দেহসহ মন পুড়াও
অভিমানে সূর্যের অন্যরকম প্রেম।


১৭ মাঘ ১৪২৯, ০২ ফেব্রুয়ারি’২৩

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: মর্ম না বুঝলেও কবিতা ভালো লেগেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি দা ভাবময় লেখা বুঝতে কষ্ট হতে পারে
পাঠ করার জন্য অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন-------

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: কবিতা আমি বুঝি না। আমি শুধু বুঝি ক্ষুধা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: যত বার ক্ষুধা লাগবে তত বার খাবেন-
খান! খেতে খেতে একদিন আর খাবেন না
রাজীব দা ভাল থাকবেন-----------

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১০

বাকপ্রবাস বলেছেন: ভাল লেগেছে, লেখাটার একটা ছন্দ আছে সেই ছন্দটা বেশ ভাল লেগেছে। এই যেমন
যাবে যদি, যাও
ফিরে আসো তাও
সূর্য যেমন ভোর আনে
সন্ধ্যায় হয় উধাও।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

কামাল১৮ বলেছেন: আপনার কবিতা পড়ি।কবিতায় মন্তব্য করার মতো যোগ্যতা আমার নাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভ কামনা জানাই কামাল দা
ভাল থাকবেন-------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.