নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

আর না

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫২



দেহের ভাজ আর ঠোঁটের ঝাকুনিতে
কবিতা হয় না বলে যত সব রক্ত চক্ষু আঁচড়
ক্ষমতার দাপট, ধাপ্পাবাজি গানের সুর;
কবিতা তৈরি করে দক্ষিণার হাওয়া খাচ্ছে;
অথচ কবিতার লাইন বুঝেই না-
শুধু শুধু মুখ কামার ইতিহাস বলে উঠে
হাসবো না, কাঁদবো, না স্লোগান ধরবো
আমজনতার অবোঝ মন বুঝিই না;
এবার পাড়া মহল্লা জেগে উঠবে
কবিতা শেখাবে অতঃপর কবিতা হয় না
শুনি না আর্তনাদ, আর না- আর না।


২৯ ফাল্গুন ১৪২৯, ১৪ মার্চ ২৩

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৪

শায়মা বলেছেন: আধুনিক কবিতা বুঝা কঠিন। আগের দিনের নজরুল রবিঠাকুরের কবিতা অনেক সহজবোধ্য ছিলো। মনের ভাব বুঝা যেত কিন্তু এখন??? :(

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: শায়মা আপু কি মন্তব্য করলেন বুঝলাম না
মাঝে মধ্যে মনে হয় দুই চার লাইন আর লেখুম না
যে লেখা পাঠক বুঝে না সেই লেখা লেখে কি লাভ
আল্লাহ যদি আবার নজরুল রবিঠাকুর করে জন্মদিত
তখন লেখা যাবো তাই না------ভাল থাকবেন;

২| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৫

শায়মা বলেছেন: না না রবিঠকুর নজরুল আর জন্মাবে না। নতুন কবিরাই ভরষা। :)

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক লাল ফুলের শুভেচ্ছা নিবেন শায়মা আপু
ভাল থাকবেন-------

৩| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:০৫

জুল ভার্ন বলেছেন: কোন্ রসায়নে কবিতা লেখা হয় তা কবি ছাড়া আর কেউ জানেন না। কেনো কিছু মানুষ ভিতরের ও বাইরের নিরন্তর প্রবাহিত ভাব ও ঘটনাকে ছন্দভাষায় ধরতে পারেন, অথচ সকলেই পারেন না- তাও কেউ জানেন না। ক্রমাগত অভ্যাসে কবিতার ব্যাকরণ আয়ত্ত করা যেতে পারে- কবি হওয়া যায় না। এটা একান্তই আমার উপলব্ধি।

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: যথার্থ বলেছেন অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন----

৪| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি রাজীব দা
অনেক শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন---

৫| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি সেলিম দা
অনেক শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন---

৬| ১৫ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫৩

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ।
অনেক শুভ কামনা

১৫ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি নেওয়াজ আলি দা
অনেক শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.