নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

শেষ হবার নয়

২২ শে মার্চ, ২০২৩ সকাল ১১:০১



দেখো, স্বপ্নের মধ্যে
রাত দিন থাকে না;
তবু আমরা পার্থক্য খুঁজি-
সকালের মধ্যে!
বিকালটা হেঁটে যায়-
সাত তারার সন্ধ্যায়;
অতঃপর স্বপ্ন দেখা চোখ-
শেষ হবার নয়!
ঘুরে ফিরে একটাই পাই
ভালবাসা আঁধার সাজায়।


০৮ চৈত্র ১৪২৯, ২২ মার্চ ২৩

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ১১:১৩

সোনাগাজী বলেছেন:



লেখার পর, পড়ে দেখেছেন, কিছু আছে?

২২ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: পড়েছি দাদা কোন কিছু দেখতে পাই নি আপনি দেখলে বলেন
ভাল থাকবেন-----

২| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ১১:১৯

সোনাগাজী বলেছেন:



ছবিটাও কদাকার

২২ শে মার্চ, ২০২৩ সকাল ১১:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: ছবি টা নেট থেকে সংগ্রহ দাদা
ভাল থাকবেন

৩| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:০৪

স্মৃতিভুক বলেছেন: কবিতা ভালো লেগেছে, লিটন। ধন্যবাদ।

সকাল, বিকেল, সন্ধ্যার কথা বললেন - কিন্তু কই, দুপুরের কথা তো কিছু বললেন না! নাকি কবি'র কবিতায় দুপুর আসতে নেই, কি জানি হয়তো রোমান্টিকতা কম থাকে তখন।

২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: দুপুরটা প্রেম বিষাদ সময় তাই দুপুরটা আক্ষেপ রাখছি
অনেক শুভ কামনা জানাই দাদা
ভাল থাকবেন-------

৪| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:০৫

স্মৃতিভুক বলেছেন: @ সোনাগাজী, ছবিটা হয়তোবা কদাকার, কিন্তু তা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর।

তবে এটা নিশ্চিত - আপনার মন্তব্য ওই ছবিটার চাইতেও কদাকার।

২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: সেই দৃষ্টি ছুঁয়ে যাওয়ার জন্য ছবিটা দিয়েছি
ভাল থাকবেন--------

৫| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১১

সোনাগাজী বলেছেন:




স্মৃতিভুক বলেছেন: @ সোনাগাজী, ছবিটা হয়তোবা কদাকার, কিন্তু তা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর। তবে এটা নিশ্চিত - আপনার মন্তব্য ওই ছবিটার চাইতেও কদাকার।

-মাছি বসার জন্য উপযুক্ত, উপভোগ করুন।

২২ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: ছবিটার জন্যই বুঝি এত কিছু দাদা
ভাল থাকবেন----

৬| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার এ কবিতাটা দারুণ লিখেছেন।

একটা পয়েন্ট বলি - যেভাবে খুশি সেভাবে লাইন ভেঙে ফেললে কবিতার সাবলীলতা নষ্ট হয় এবং কবির কবিতাজ্ঞান সম্পর্কে ভালো ধারণা জন্মায় না। যেমন এ কবিতায় 'খুঁজি' শব্দটা আগের লাইনেই থাকবে, এটা খামাখা পরের লাইনে কেন নিলেন, বুঝলাম না। তেমনি, 'চোখ' শব্দটাও আগের লাইনেই থাকবে। আপনাকে আরেক কবিতায় দেখলাম 'আপনাকে' শব্দটা থেকে 'আপনা' কথাটা প্রথম লাইনে, আর হুট করেই 'কে' শব্দটাকে পরের লাইনে নিয়ে গেছেন, ওটা খুব উদ্ভট মনে হচ্ছিল আমার কাছে। আপনি নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠিত কবিকে এরকম করতে দেখেছেন, শামসুর রাহমান বা সুনীল গঙ্গোপাধ্যায়কে, তাই হয়ত তাদের মতো করতে চেয়েছেন। যারাই করুন না, কেন, তার জন্য একটা নিয়ম আছে। আপনার কবিতার গঠন দেখে মনে হয় না আপনি সেটা অনুসরণ করেছেন, বা আপনি সেই নিয়মটা জানেন, সেটা করার জন্য ছন্দের উপর ভালো জ্ঞান থাকতে হয়।

বিকেলটা হেঁটে যায় সাত তারার সন্ধ্যায় - অসাধারণ। তবে বিকেল হেঁটে যাওয়া কোনো মৌলিক কথা না।

একটা কবিতা অনন্য হয়ে ওঠে তখন, যখন দেখা যায় আপনার বাক্যগঠন, শব্দবন্ধন অন্যের মতো না হয়ে সম্পূর্ণ ভিন্নতর হয়েছে। এজন্য, বহুল ব্যবহৃত শব্দগুলো যথাসম্ভব পরিহার করতে হবে। কঠিন বা অপ্রচলিত শব্দের ব্যবহারে কোনো বাহাদুরি নেই, খুব সহজ কথা কত শিল্পসম্মতভাবে মাধুর্যময় করে তুললেন, মুন্সিয়ানা সেখানে।

অনেক অনেক শুভেচ্ছা থাকলো লিটন ভাই।



২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: আমি কার অনুসরণ অনুকরণ করি না আমি আমার মতো করে লেখি
কবি ও কবিতা মানেই নতুন কিছুর সৃষ্টি; সেই চিন্তা থেকেই লেখার চেষ্টা করি
যাক পাঠে অনেক শুভ কামনা জানাই ভাল থাকবেন দাদা

৭| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: আপনি সময় ছোট ছোট কবিতা লিখেন কেন?

২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: জি এটা আমার স্টাইল অল্পকথায় অনেক বুঝানো রাজীব দা
ভাল থাকবেন-----

৮| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগলো।

২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি মাইদুল দা
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা জানাই
ভাল থাকবেন---------

৯| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩১

জুল ভার্ন বলেছেন: যত লিখবেন তার চাইতে আরো বেশী বেশী ভালো কবিদের কবিতা পড়বেন। +

শুভ কামনা।

২২ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সঠিক বলেছেন
অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন---------

১০| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি সেলিম দা
অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন---------

১১| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জি এটা আমার স্টাইল অল্পকথায় অনেক বুঝানো রাজীব দা
ভাল থাকবেন-----

হ্যাঁ জানি। এটাই আপনার স্টাইল।

২৩ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা
এতো লাইন বাই লাইন লেখে হয় বা কি
তাই অল্প লেখি;
ভাল থাকবেন-----------

১২| ২২ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: জি এটা আমার স্টাইল অল্পকথায় অনেক বুঝানো রাজীব দা
ভাল থাকবেন-----

-আপনার ষ্টাইলটা ভালো, বিরক্তিকর কথা কম হলেই ভালো।

২৩ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: এত বুঝেছেন দাদা লাইন বাই লাইন লেখে হয় বা কি দাদা
ভাল থাকবেন-------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.