নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আজ চিঠি লেখার ভাবনাগুলো
ঐক্ষণে মাটির জোছনা রূপে বন্দী;
সেই কবে, কখন নেম্পু জ্বলে চিঠি-
অম্লান করে, একলা রাতের চাঁদ!
তবু জানি ভাবতে বড় মজা লাগে-
মুচকি হাসি ফুটে,মেঘলা হাহাকার;
এখন নিশিভোরে স্বপ্ন ডালি সাজে
দীর্ঘশ্বাস ছুটে যায় দুরন্তপনার মাঠ;
দুঃসাহসে নীরব থাক লজ্জা যেনো
তেরসমুদ্রে ভেসে যায় চিঠির পাতা!
তারপর সাদা বর্ণমালার রক্তক্ষরণ
আইল পাথারে হলো একলা মরণ।
২১ ভাদ্র ১৪৩০, ০৫ সেপ্টেম্বর ২৩
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা জানাই
কবি মশিউর দা !
ভাল ও সুস্থ থাকবেন---
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৭
নজসু বলেছেন:
নেম্পু শব্দটা আমার এখানে গ্রাম এলাকায় কেউ কেউ এখনও বলেন।
বৈদ্যুতিক আলোর কারণে নেম্পু আসলেই সেই কবে হয়ে গেছে।
সুন্দর কবিতা!
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা জানাই নজসু দা !
ভাল ও সুস্থ থাকবেন---
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর কবিতা লিখেছেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা জানাই
কবি রাজীব দা !
ভাল ও সুস্থ থাকবেন---
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।