নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
প্রস্তুত কুরবানির পশু
সকাল হলেই আল্লাহু আকবার
মাটি স্পর্শ পাবে তাজা রক্ত
আমার খানিকটা ওয়াজিব মনে হবে;
তারপর আবার জেগে উঠবে পশু
শ্মশান আমার চারপাশ শুধু।
তাহলে কুরবানি কই হলো?
শুধু দাঁতের ফাঁকে মাংস রাখা!
এ বাড়ি, সে বাড়ির দিকে গন্ধ চাওয়া-
কঠি পাথর থেকেই গেলো
কুরবানি পশু পালনে অহমিকা।
৩০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জুন’২৪
১৩ ই জুন, ২০২৪ বিকাল ৫:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা ছড়াকার প্রামানিক দা
আগাম কুরবানি ঈদের শুভেচ্ছা রইল
ভাল থাকবেন-----
২| ১৪ ই জুন, ২০২৪ সকাল ১১:৪৫
প্রহররাজা বলেছেন: কুরবানীর ঈদ আসলে অনেকের মধ্যে পশুপ্রেম জেগে উঠে, আমার মধ্যেও উঠে। সারা বছর মাংস খাই, কেএফসি চিকেন খাই, তখন কেন পশু প্রেম জেগে উঠে না?
হ্যাঁ, আপাতদৃষ্টিতে আমিও ভন্ড। কিন্তু আমি যখন মাংস কিনি তখন দূধ ডিম বিস্কিট এগুলা কিনার মতই মাংস কিনি, কেএফসি তে যখন খাই তখন চা বিস্কিট খাবার মতই মাংস খাই, একটা জীবন্ত প্রাণীকে মাংসে রিলেট করতে পারিনা।আমার অজান্তেই নিষ্ঠুর একটা কাজ হয়ে যাচ্ছে। মুরগি কিনে হত্যা করে রান্না করতে কখনোই পারবো না। উন্নত বিশ্বে ল্যাবরটরি তে আর্টিফিশিয়াল মাংস বানানো হচ্ছে, ইতিমধ্যেই বেস্ট জনপ্রিয় হয়ে গেছে, হয়তো আগামী ১০ বছরের মধ্যে বাজার দখল করবে কৃত্রিম মাংস। নিষ্ঠুরতা থেকে মুক্তি পাবে অবলা প্রাণী। কিন্তু তখনও বাংলাদেশ ও পাকিস্তানের মানুষগুলা প্রকাশ্যে পানি হত্যা করে যাবে। অন্যান্য মুসলমান দেশে প্রকাশ্যেভাবে পশু হত্যা করে না, একমাত্র বাংলাদেশ আর পাকিস্তানেই করে। পশুর ক্ষতি সদয় হোন।
২৩ শে জুন, ২০২৪ সকাল ৯:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার লেখগুলো কিছুই বুঝ না তারপরও বলবো আপনি অনেক কিছুই জানেন
যাক কুরবানি ঈদের শুভেচ্ছা রইল
ভাল থাকবেন-----প্রহররাজা দা
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২৪ বিকাল ৩:৪২
প্রামানিক বলেছেন: দাঁতের ফাঁকে কোরবানির মাংস। সুন্দর কথা