নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কুকুর কেমনে ঘেউ ঘেউ করে
দেখো বাংলার মাটি
দেখো পশু পাখি-
সবুজ অরণ্যরা তোমরাই তো স্বাক্ষী
কি ভাবে রক্তাক্ত করেছে রাস্তা ঘাঠ
কমল শিশুময় খুন;
এখন বুঝি ষড়যন্ত্রের পেঁচা হয়ে
ছড়াচ্ছে সজনার ঢাল
ভাঙ্গতে ভুল করবে না
ফেলে দিবে নর্দমার খাল
কুকুর যতই ঘেউ ঘেউ করো
ফান্দে পরে গেছো, চৈত্র পৌষ
মাঘ যাই বলো লেজসোজা করো।
১১-১১-২৪
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সে জন্য তো এরকম হয়েছে কবি দা ভাল থাকবেন
২| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪১
নান্দাইলের ইউনুছ বলেছেন:
ভাতিজা,
এইডা কি কবিতা রচনা করলা?
তোমার কবিতা পৈড়া আমি কিছুই বুঝলাম না।
যে লেখে সে বুঝলেই কি চলবো নাহি??
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: হু সঠিক কইছেন চাচা
৩| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১২
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার টোটাল কবিতার বই কয়টি?
১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জি শূন্য সারমর্ম দা ভাল থাকবেন
৪| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর।
১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা রইল কবি মশিউর দা ভাল থাকবেন
৫| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
শেরজা তপন বলেছেন: বেশ
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কুকুরের লেজ কি আর সোজা হয়? আর এটা ঘেউ ঘেউ করতেই থাকে।