নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আমরা চোরতন্ত্র খুনতন্ত্র গুমজননীর লোক
ও ভাই শুনো ট্রলবাহিনী এমনি পাবে দুখ-
দলকানার দল সব আবার ধরাবে শোক
কিছুদিন আগে তো ছিল তুলসীপাতার বর;
এখন রক্ত হলিখেলায় তুলতে চাও দুধের সর-
অথচ লজ্জায় পাতিলটা হয়নি শীতল-
আবার কেনো আফসোসতন্ত্র গন্ধ চাও মল,
হায় রে বাড়ন্ত ঝড়- কোন দিকে উড়াও খর-
কিসের লোভে ক্ষমতায় চালাও একনাতন্ত্র
তবু পরিচয় ভাই সবতন্ত্রের চুলকাটার ক্ষুর।
০৩-০২-২৫
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা মশিউর দা ভাল থাকবেন--------
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৮
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর মন্ত্র
খুব সুন্দর কবি ভাই
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা জানাই কবি সাইফুল দা ভাল থাকবেন--------
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ হয়েছে।