| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আমরা চোরতন্ত্র খুনতন্ত্র গুমজননীর লোক
ও ভাই শুনো ট্রলবাহিনী এমনি পাবে দুখ-
দলকানার দল সব আবার ধরাবে শোক
কিছুদিন আগে তো ছিল তুলসীপাতার বর;
এখন রক্ত হলিখেলায় তুলতে চাও দুধের সর-
অথচ লজ্জায় পাতিলটা হয়নি শীতল-
আবার কেনো আফসোসতন্ত্র গন্ধ চাও মল,
হায় রে বাড়ন্ত ঝড়- কোন দিকে উড়াও খর-
কিসের লোভে ক্ষমতায় চালাও একনাতন্ত্র
তবু পরিচয় ভাই সবতন্ত্রের চুলকাটার ক্ষুর।
০৩-০২-২৫
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা মশিউর দা ভাল থাকবেন--------
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৮
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর মন্ত্র
খুব সুন্দর কবি ভাই
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা জানাই কবি সাইফুল দা ভাল থাকবেন--------
৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
নজসু বলেছেন:
সব তন্ত্রের ভীড়ে শুধু গণতন্ত্রই চুপসে যায়!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা জানাই কবি নজসু দা ভাল থাকবেন----
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ হয়েছে।