![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
এখন প্রকাশে আকাশ কাঁদিচ্ছে-
জমাট থাকা বজ্রপাতে মৃত্যুর প্রাণ;
মাটি আর কতবার শোকাহত বয়বে
স্বৈরাচার রূপে রাক্ষসী দাঁত- রক্তাক্ত লাশ
বুকের পাঁজরটা ব্যথায় নীল পাহাড়-
সহ্য করা ভীষণ দায়, তবু সাদা মেঘ
জলদি ভেসে আসো পাড়ায়, পাড়ায়-
উজ্জ্বলে হাসুক একটা গোলাপ গন্ধ সাই-
অপেক্ষা নয় সন্ধ্যা মধ্যরাত কিংবা ভোর
আলোকিত হোক আকাশ ছুঁয়ে মাটির প্রাণ;
২১-৫-২৫
©somewhere in net ltd.