| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

ঐ নিমপাতার কোন অনুতাপ নেই
আছে শুধু লোভ লালসার ক্রোধ;
তার তিক্ততায় ভাষা হারিয়ে ফেলেছি 
সে উলঙ্গ শয়তান থাকে নিমপাড়ায়
তার অনুতাপের কোন ধর্ম নেই-
নেই জ্ঞান চক্ষুর যষ্টিমধু- নির্দিধায়
বলতে হয় সে জঙ্গির নিমগাছ;
কি লোভ তার ফেরাউনের মতো 
অমরত্ব স্বপ্নেয় থাকতে চায় নিমপাতা
হায় জন্মহীন, ঠিকানাহীন, জঙ্গিদের 
আবার নামের পিচে লাগায় শরীফ, 
অনুতাপহীন বেজন্মা উলঙ্গ শয়তান।
২৩-০৭-২৫
 
২৩ শে জুলাই, ২০২৫  বিকাল ৪:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা রাজীব দা
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২৫  বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।