![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কবিতার ভূত কালোরাত খেয়ে ফেলচ্ছে
ছন্দের নোন- মাথা তাই এলোমেলো
জাকেই দেখি ছন্দেই ভাগি- এই হলো
আমার সবুজ ছায়া ঘেরা কবিতার উঠন;
স্বপ্ন আলাপন, ছন্দ যে দক্ষিণা হাওয়া-
বর্ণ শব্দ যেনো রোদ বৃষ্টি শ্রাবণ- আমাকে
কেঁপে নিয়ে যায়- কবিতার দেহ মন
তবু ঠোঁটের ফাঁকে দেখি দ্বন্দ্বের বাতাস
বুঝার ঘরে নেই অনুভূতির সার্কাস,এই হলো
কবিতার ছন্দ বার মাস- মৃত্যু হয়- জন্ম হয়
হয় না শেষ শুধু হাঁটু জলে লড়াই সমাস।
০৬-০৮-২৫
©somewhere in net ltd.