| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
এ দেশে গঙ্গার জল দেখা যাচ্ছে
তবু নীরব আগুন দাও দাও হচ্ছে;
অথচ অবোঝ বাঁচ্চার মতো বুঝলে
হবে না,ফারাক্কার মতো ভাবতে হবে
এখন ব্যারেজ দেওয়া হবে শক্ত করে
ভাইরা কোন বন্যা নিয়ে আসবে না
দেশপ্রেমের মাটি চিনি- খুব মমতায়
দেখবে সব অন্যায় নর্দমা দূর হবে
এভাবে গঙ্গার জল ছুঁইতে হবে না-
বিদ্বেষ আর কাল রঙে রাঙ্গাবে না।
১৮-১১-২৫
২|
১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৭
অধীতি বলেছেন: শেষের দুই পঙক্তি অসাধারণ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।