নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সঃ আল্লাহর বান্দা ও রাসূল

মোঃ আল মামুন শাহ্

মোঃ আল মামুন শাহ্ › বিস্তারিত পোস্টঃ

কিছু ব্লগ পোস্ট দেখে মন খারাপ করা ছাড়া আর কোন লাভ হয় না

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪


কারো কারো ব্লগ পোস্ট পড়ে খুবই আনন্দিত হই। আবার কারো কারো ব্লগ পোস্টে মিটে জ্ঞানের খোরাক। কিন্তু কিছু পোস্টে খারাপ লাগা ছাড়া আর কোন লাভ হয় না।

ব্লগে মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে। তাই যার যার মত অনুসারে ব্লগারগণ লিখবেন। কিন্তু অহেতুক সমালোচনা সত্যিই বেদনাদায়ক।

বর্তমানে রাজনীতির অপর নাম সমালোচনা, ব্যক্তিগত আক্রমণ, প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করা ইত্যাদি ইত্যাদি। এক পক্ষ আরেক পক্ষ কে‌ হেয় করতে পারাটা বোধ হয় পৃথিবীতে তাদের সবচেয়ে সুখের বিষয়। বছরের পর বছর ধরে এসব চলছে তো চলছে ই।ফেসবুক, টুইটার, ব্লগ ইউটিউব এমন কোন জায়গা নেই যেখানে এগুলো নেই। সমালোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। কে কতটা সফল ভাবে প্রতিপক্ষকে হেয় করতে পারছে তার ওপর পুরস্কারের ব্যবস্থা করলে কেমন হয়?

কারো সম্পর্কে সমালোচনা করার মূলনীতি থাকা দরকার।
প্রথমত মনের উদ্দেশ্য ঠিক হওয়া দরকার।যেই বিষয়টা ক্লিয়ার হতে হবে সেটা হলো আমি মানুষের দোষ ত্রুটি আলোচনা করছি মানুষকে সতর্ক করার জন্য। নাকি নিজের প্রতিহিংসা কায়েম করার জন্য। যদি দ্বিতীয় টি হয় তবে অবশ্যই এ ধরনের সমালোচনা বন্ধ করতে হবে। এগুলো মানুষের ক্ষতি করা ছাড়া আর কোন লাভ করতে পারবে না।

দ্বিতীয়তঃ যার যতটুকু দোষ ত্রুটি ঠিক ততটুকুই বলা। ইনিয়ে বিনিয়ে বাড়তি না বলা। আর অবশ্যই নিজের দোষ-ত্রুটির দিকে চিন্তা করা। নিজের দিকে চিন্তা করলে অবশ্যই সতর্ক ভাবে সমালোচনা করা সম্ভব।

তৃতীয়তঃ তার ভাল গুন গুলো উল্লেখ করা। কারন দোষ ত্রুটি বললে তার ভালো গুণগুলো ঢেকে ফেলার একটা প্রবণতা থাকে। এ প্রবণতা দূর ও নিজের নিরপেক্ষতা বজায় রাখার জন্য অবশ্যই তার ভাল গুন গুলো উল্লেখ করা দরকার।

কিন্তু পথে-ঘাটে, চায়ের দোকানে, টেলিভিশনে,রাজনীতির মাঠে , এমনকি আমাদের সামু ব্লগে সমালোচনার নীতি রক্ষিত হয় না। অবশ্য কেউ কেউ আলহামদুলিল্লাহ এ ব্যাপারে যথেষ্ট সচেতন।কিন্তু কারো কারো পোস্ট অহেতুক সমালোচনায় ভর্তি। এগুলো পড়ে কষ্ট পাওয়া ছাড়া আর কোন লাভ খুঁজে পাই না।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

আরোগ্য বলেছেন: পোস্টে প্লাস।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। একটা দল সমর্থন করা মানেই তার সবকিছু অন্ধর মত সমর্থন করতে হবে তা হতে পারে না...

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: জি ভাই ঠিক বলেছেন। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

নজসু বলেছেন:




আজকে আমারও মন খারাপ।
অথচ ব্লগে আসি মন ভালো করতে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মন ভালো বিষয়ক পোস্ট থাকে। পাশাপাশি খারাপ করারও পোস্ট আছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো লিখেছেন।

শুভেচ্ছা।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: রাজনীতি, খেলাধুলা সবকিছুতেই সমালোচনা হয়। এব্যাপারে সচেতন থাকব।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০

সাইন বোর্ড বলেছেন: কয়েকজন ব্লগার অাছে, তারা ইচ্ছে করেই উল্টাপাল্টা লিখে সমালোচনার ক্ষেত্র তৈরী করে, লেখাটিকে বেশিবার পঠিত এবং সমৃদ্ধ করার জন্য ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: প্রথমবারের মতো আমার পোস্টে মন্তব্য করায় আপনাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সেই সাথে স্বাগতম আমার ব্লগে। আপনি অতি গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। জি অবশ্যই এরকম হতে পারে।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৮

বলেছেন: ভালো বলেছেন

০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক অভিনন্দন।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০১

চাঁদগাজী বলেছেন:


পোষ্টের শুরুতে বুঝা যায়, পোষ্ট কোনদিকে যাচ্ছে; আবার, কিছু পরিচিত ব্লগার আছেন, যাঁদের নিক দেখেই বুঝা যায়, উনার লেখায় কি থাকতে পারে; আপনি আপনার মগজ ব্যবহার করেন, তখন আপনার মন খারাপ হওয়ার কারণ থাকবে না। ব্লগিং মানে মিলাদ পড়তে আসা নয়।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। জি আমি এই পদ্ধতি অনুসরণ করি। কিন্তু কিছু কিছু ব্লগার আছেন যারা অহেতুক সমালোচনা করেন। এ সমালোচনা কোন ফায়দা হয় না। জী এই কয়দিনে আমি ভালো করেই বুঝতে পেরেছি ব্লগিং মানে মিলাদ পড়তে আসা নয়। কিন্তু এত কিছু রেখে মিলাদ এর উদাহরণ দিলেন কেন? ধর্ম নিয়ে অতিরিক্ত এলার্জি ভাল না।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১২

রাজীব নুর বলেছেন: ব্লগ হলো এক ধরনের বাজার।
এখানে বারো রকম মন মানসিকতার মানুষ। বারো রকম তাদের চিন্তা ভাবনা।

তবে ব্লগ এক ধরনের বাজার হলেও- শিক্ষিত লোকের বাজার। কাজেই এখানে ভালো কিছু হওয়া উচিত।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: রাজীব ভাই আপনি একদম ঠিক বলেছেন। এটা শিক্ষিত লোকের বাজার বলে আমরা নতুনরা আরো ভালো কিছু আশা করি। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

পদ্মপুকুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: পোষ্টের শুরুতে বুঝা যায়, পোষ্ট কোনদিকে যাচ্ছে; আবার, কিছু পরিচিত ব্লগার আছেন, যাঁদের নিক দেখেই বুঝা যায়, উনার লেখায় কি থাকতে পারে; আপনি আপনার মগজ ব্যবহার করেন, তখন আপনার মন খারাপ হওয়ার কারণ থাকবে না। ব্লগিং মানে মিলাদ পড়তে আসা নয়।

=p~ =p~

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আপনি খুশি হয়েছেন জেনে আমিও খুশি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নয়া আমদানি মনে হচ্ছে? কয়েকদিন যাক সব ঠিক হয়ে যাবে? ব্লগকে এবাদতখানা ভাবলে তো মুশকিল।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ সেই সাথে স্বাগতম আমার ব্লগে। আপনাকে খুব বেশি পুরাতন তো মনে হলো না। এই দুই বছর আর কি। আমার সব ঠিকই আছে।জিনা আমি এতটা বেয়াক্কেল নয় যে ব্লগ কে ইবাদত খানা মনে করব। আপনি কি মনে করেন ব্লগকে সেটা জানাতে পারেন।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একজন ব্যতিত আর সবাই কিন্তু আপনার সাথে এক মত হবেন।
কিন্তু তাকে সোজা করা যাবেনা। তিনি মনে মনে আপনি মোড়ল !!
কেউ মানুক আর নাই মানুক হামবাড়া ভাব যাবেনা !!

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: জি ভাই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার কথা আমি বুঝতে পেরেছি । আসলে সবাই সংশোধন হবে না এটাই সত্য। কিন্তু দুঃখ হয় এই আর কি।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

পদ্মপুকুর বলেছেন: দুুর্ভাই, আপ্নে মনে হয় ধর্তে পারেন্নি। আমাদের গাজীসাবের সব লেখাই তো একমূখী। অথচ তিনিই কইতাছেন- যাঁদের নিক দেখেই বুঝা যায়, উনার লেখায় কি থাকতে পারে;.... এরলাইগ্যা হাসি আইসা পর্ছে!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: পুনরায় আবার মন্তব্যের জন্য ধন্যবাদ। সত্যি বুঝতে পারিনি এখন বুঝতে পারলাম।

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ কবি ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.