![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ
নতুন দিন। নতুন বছর। ২০১৯। সবাইকে নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।
২০১৮ এর জরাজীর্ণ কে পিছনে ফেলে নতুন বছর হয়ে উঠুক খুশি আনন্দের ও ভালবাসার।
জানি ২০১৮ ছিল অনেক পাওয়া না পাওয়ার সংমিশ্রন। আনন্দ ও বেদনার মিলমিশ। ছিল দুঃখ কষ্ট, হাসিখুশি আর ভালবাসা ছিল। যাই হোক আমাদের এগিয়ে যেতে হবে নতুন বছরের দিকে। নতুন সূর্য উকি দিবে, নতুন একটি দিনের শুরু হবে। শুরু হবে আবার দিন গোনা।
জানি, প্রত্যেকটা মানুষেরই নতুন বছরকে ঘিরে কিছু পরিকল্পনা থাকে। স্বপ্ন ও আশা থাকে। আশায় বুক বেঁধে পাড়ি জমাতে হবে ২০১৯ এ ।প্রত্যেকের আশা পূরন হোক আল্লাহর কাছে প্রার্থনা রইল।
সুস্বাস্থ্য ও রোগমুক্ত জীবন সুখের চাবিকাঠি। প্রত্যেক ব্লগারদের সুস্বাস্থ্য কামনা করছি।
নতুন বছর উপলক্ষে আমরা কত কিছুই না ভাবি। এ ভাবনার একটা বিরাট অংশজুড়ে থাকে আমাদের পরিবার। আমাদের শান্তি ও সুখের বিরাট মাধ্যম পরিবার। ব্লগারদের পারিবারিক জীবন খুশি আনন্দ ও ভালোবাসায় কাটুক এই শুভ কামনা রইল।
সাথে সাথে আমাদের ব্লগীয় জীবনের ও শুভকামনা করছি। এবং সবশেষে আমাদের প্রিয় সামু ব্লগের অনেক অনেক শুভ কামনা করছি। সামুব্লগ আবার তার প্রাণ ফিরে পাক। পাঠক আর ব্লগারদের সম্প্রীতিতে আবার জমে উঠুক সামহোয়্যারইনব্লগ।
আমিও ব্লগারদের কাছ থেকে আন্তরিক ভাবে দোয়া প্রার্থনা করছি। যাতে নতুন বছরটি খুশি আনন্দ ও ভালোবাসায় কাটাতে পারি।
জাযাকাল্লাহ খাইরান।
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই প্রথম মন্তব্যের জন্য। হাপি নিউ ইয়ার।
২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভেচ্ছা রাশি রাশি।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।